কলকাতা, 28 অগস্ট:দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় রাজ্য প্রশাসনের উপর চাপ আরও বাড়াল বিজেপি ৷ রাজ্যস্তরের বিজেপির দুই শীর্ষনেতা, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী আসরে নামলেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'কে চিঠি লিখলেন রাজ্য সভাপতি সুকান্ত ৷ অন্যদিকে, এনআইএ তদন্তের দাবি জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু ৷
রবিবার রাত সাড়ে দশটা নাগাদ শুভেন্দু অধিকারী টুইট করে জানালেন, "দত্তপুকুর বিস্ফোরণে 8 জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহতও হয়েছেন ৷ এই সংখ্যাটা বাড়ারও সম্ভাবনা রয়েছে। এটি একটি অত্যন্ত গুরুতর বিষয় কারণ এটি ধারাবাহিক বিস্ফোরণ যা পশ্চিমবঙ্গে প্রায়ই ঘটতেই থাকে। মে মাসে তালিকায় ছিল এগরা, বজবজ ও দুবরাজপুর। এরপর গত 1 জুন নদিয়া জেলার মহেশনগর এমন বিস্ফোরণ হয়। বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে আমি রাজ্যের পরিস্থিতি এবং বিস্ফোরণের পুনরাবৃত্তির ঘটনা নিয়ে খুবই উদ্বিগ্ন। তাই আমি আগামিকাল (আজ, সোমবার) কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷"