পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Slams Governor: কালাম-চার্চিল-মিলটন-মমতা ! মুখ্যমন্ত্রী স্তুতিতে রাজ্যপালকে কটাক্ষ বিজেপির - শমীক ভট্টাচার্য

সোমবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীকে ডিলিট সম্মানে ভূষিত করে ৷ এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে উইনস্টন চার্চিল, মহাকবি মিলটনের সঙ্গে এক আসনে বসান রাজ্যপাল ৷ তাঁকে একহাত নিল শুভেন্দু-শমীক (Suvendu, Samik takes a dig at West Bengal Governor) ৷

Mamata Banerjee
সি ভি আনন্দ বোস ও মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Feb 7, 2023, 7:23 AM IST

Updated : Feb 7, 2023, 10:01 AM IST

সাংবাদিকদের মুখোমুখি বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য

কলকাতা, 7 ফেব্রুয়ারি: রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসের মুখে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা, যা বিগত বেশ কয়েক বছরে বিরল ৷ সোমবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি'লিট উপাধিতে সম্মানিত করে (The St Xavier's University conferred an Hon. DLitt on WB CM) ৷ রাজ্যপাল তাঁর হাতে এই সম্মান তুলে দেন ৷ শুধু তাই নয়, ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ, আবদুল কালাম, উইনস্টন চার্চিল, মহাকবি মিলটনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানেন ৷

স্বভাবত এ নিয়ে বেজায় চটেছে গেরুয়া শিবির ৷ বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য রাজ্যপালকে কটাক্ষ করে বলেন, "সৌজন্য ভালো, তবে অতি সৌজন্য ভালো নয় ।" এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও টুইট করে রাজ্যপালের বক্তৃতাকে আসন্ন রাজ্য বাজেট অধিবেশনের আগে মহড়া বলে উল্লেখ করেছেন ৷

আরও পড়ুন: মাদার টেরেজার নামে সাম্মানিক চেয়ারের প্রস্তাব মুখ্যমন্ত্রীর, সমর্থনে রাজ্যপাল

শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'গণতন্ত্রের লজ্জা'র সঙ্গে অ্যাডল্ফ হিটলারের আত্মজীবনী 'মেইন ক্যাম্ফ', সাদ্দাম হুসেন বেনিতো মুসোলিনির বইয়ের ছবি পোস্ট করেন ৷ তিনি লেখেন, "কিছু ব্যতিক্রমী সাহিত্যকীর্তি, যা আপনার (রাজ্যপাল) উল্লেখ করা উচিত ছিল ৷ কিন্তু আপনি তা বেছে নেননি ৷" 1943 সালে ব্রিটিশ শাসনাধীন ভারতের বাংলায় ভয়াবহ মন্বন্তর দেখা দেয় ৷ এর জন্য তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে (British Prime Minister, Winston Churchill) কাঠগড়ায় দাঁড় করানো হয় ৷ এদিকে রাজ্যপাল তাঁর সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এক আসনে বসিয়েছেন ৷ তাই নন্দীগ্রামের বিধায়ক লেখেন, বাংলার মন্বন্তরে 40 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ এর জন্য দায়ী উইনস্টন চার্চিল ৷ মানুষের ইতিহাসে এটিই নৃশংস গণহত্যা, এ নিয়ে কোনও তর্ক হতে পারে না ৷ "তাই সম্মানীয় রাজ্যপালের মুখ্যমন্ত্রী সম্পর্কে মূল্যায়নকে আমি আংশিক সমর্থন করি ৷"

শিক্ষা দুর্নীতি

শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) অভিযোগে এমনিতেই বিরোধী শিবিরের তোপের মুখে পড়েছে তৃণমূল সরকার ৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষা দফতরের একাধিক উচ্চাধিকারিক নিয়োগ দুর্নীতিতে কারাবাসে রয়েছেন ৷ তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি ৷ 2022 সালে 11 ডিসেম্বর ফের টেট পরীক্ষা হয়েছে রাজ্যে ৷ এ প্রসঙ্গ উত্থাপন করে শমীক ভট্টাচার্য বলেন, "তার উত্তরপত্র যদি দালালের বাড়ি থেকে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে লুঠ এখনও অব্যাহত রয়েছে ৷ তৃণমূল যেখানে ছিল, সেখানেই আছে ৷"

আরও পড়ুন: আদানি ইস্যুতে বিরোধীদের তুমুল বিক্ষোভ, 2টো পর্যন্ত মুলতুবি লোকসভার অধিবেশন

আদানি ও কংগ্রেস

আদানি ইস্যুতে সোমবার কংগ্রেস কলকাতা-সহ দেশজুড়ে প্রতিবাদ করেছে । এ নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, "বিরোধী দলের কাজ বিরোধিতা করা, তাই করছে ৷ তারা একটা অর্থনৈতিক অস্থিরতা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ৷" এর কারণ, কংগ্রেস ব্যর্থ, জানান নেতা ৷ l তিনি বলেন "কংগ্রেস নিজের পরম্পরা, ঐতিহ্য এবং অবস্থান হারিয়ে ফেলেছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ ৷ কংগ্রেসের জামানায় দেশের অর্থনীতির ওঠাপড়া আমরা দেখেছি ৷ তবে নরেন্দ্র মোদীর জামানায় দেশের অর্থনীতির নিজের গতিতে এগিয়ে চলবে ৷ এটা আন্তর্জাতিক চক্রান্ত কি না, সেটা অদূর ভবিষ্যতেই প্রমাণ হয়ে যাবে ।" মেডিকেল কলেজে আজ পরীক্ষায় গণ টোকাটুকি প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, "তৃণমূল কংগ্রেস ভাগ করে খাওয়া একটা সংস্কৃতি তৈরি করে দিয়েছে ৷ এটা কোনও নতুন ঘটনা নয় ৷ তৃণমূল যতদিন থাকবে ততদিন এমনটাই চলবে ৷"

মুখ্যমন্ত্রী বলেছেন, "ত্রিপুরা আমার ঘর"

এই বিষয়ে শমীক বলেন, "এর আগে মতুয়া তাঁর ঘর ছিল ৷ তারপর তিনি মতুয়াদের গুরুর নাম ভুলে গেলেন ৷ তিনি যেখানেই যান একই কথা বলেন ৷" নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে একের পর এক ধারা Syx তাঁর ফোন থেকে ব্যবসায়ীদের সঙ্গে কথোপকথনের রেকর্ড নিয়ে নেতা বলেন, "একজন রাজনৈতিক প্রতিনিধির সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ থাকবে ৷ বিভিন্ন পেশা-ধর্ম-রাজনৈতিক দলের মানুষের সঙ্গে যোগাযোগ থাকে ৷ কিন্তু আমরা বলেছি যেভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং তারপর যে আচরণ করা হয়েছে, এটা বিজেপি সমর্থন করে না ৷" সুমন কাঞ্জিলালের তৃণমূলে যোগদানের ঘটনায় বিজেপিতে কি ভাঙন ধরবে ? এ নিয়ে তাঁর কথায়, "এখনও ভাঙন ধরল না ৷ কেউ যদি দল ছেড়ে চলে যায়, তাহলে তাঁকে তো জোর করে আটকে রাখা যায় না ৷" কুণাল ঘোষ জানিয়েছেন 16 জন বিজেপি বিধায়ক ও 6 জন সাংসদ নিয়মিত তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন ৷ তাঁরা যে কোনও দিন তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন ৷ শমীক কটাক্ষ করেন, "কয়েক দিন অপেক্ষা করুন ৷ সব বুঝতে পারবেন ৷"

আরও পড়ুন: ‘দ্বিতীয় বাড়ি’ ত্রিপুরায় নির্বাচনী প্রচারে মমতা

Last Updated : Feb 7, 2023, 10:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details