কলকাতা ও দিঘা, 1 জুন: "এই লুকোচুরি খেলা কেন ? আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) এবং দূরদৃষ্টিসম্পন্ন রাজনৈতিক নেতারা আমাকে জেলে পুরতে চেয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত পারেননি", মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারকে আক্রমণ করে বৃহস্পতিবার এমনই একটি দীর্ঘ টুইট করলেন বিধানসভার বিরোধী দলনতা শুভেন্দু অধিকারী ৷ এর নেপথ্যে রয়েছে তাঁর কনভয় দুর্ঘটনা ৷ মে মাসের 4 তারিখে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর জাতীয় জাতীয় সড়কে শুভেন্দুর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে ৷
এ নিয়ে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে ৷ সিআইডিকে তদন্ত চালানোর নির্দেশ দেয় আদালত ৷ পাশাপাশি জাতীয় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পদক্ষেপ করে স্থানীয় প্রশাসন ৷ এই কনভয় দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই জাতীয় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে পূর্ব মেদিনীপুরের প্রশাসন ৷ শুভেন্দু অধিকারী তাঁর টুইটারে মোটর ভেহিকলস দফতরের নোটিফিকেশনটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছেন, 4 মে জারি করা ওই নোটিশে মোটর ভেহিকলস অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ণেন্দু মাজি কয়েকটি রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন ৷ এটি শুধুমাত্র একমাসের জন্য কার্যকর থাকবে ৷
এ প্রসঙ্গে শুভেন্দু লেখেন, এই নোটিফিকেশন সম্পর্কে কতজন মানুষ, যাত্রী, গাড়িচালক জানেন ? তাঁর প্রশ্ন, এই নোটিশটি আমজনতার প্রয়োজনে ভালোভাবে প্রকাশ করা হয়নি কেন ? গতি নিয়ন্ত্রণ সংক্রান্ত নোটিফিকেশন সামনে না-আনার নেপথ্যে চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করেছেন নন্দীগ্রামের বিধায়ক ৷