মোদিকে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কলকাতা, 6 মার্চ: গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার হয়ে সওয়াল করতে গিয়ে শুভেন্দু অধিকারী মুকুল রায়কে নিয়ে সিবিআইয়ের (CBI) দীর্ঘ সূত্রিকার অভিযোগ তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-সহ নয় বিরোধীদলের নেতারা। এবার প্রধানমন্ত্রীকে পালটা চিঠি দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই চিঠিতে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। অভিযোগ খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেখানে তিনি অভিযোগ করেছেন, সারদা চিটফান্ড কেলেঙ্কারির সবচেয়ে বড় সুবিধাভোগীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ সিবিআইয়ের তাঁকে ধরার বিষয়ে অনিচ্ছা রয়েছে। তিনি এও বলেন, গত 10 বছর ধরে রাজ্যের মানুষ কাঙ্খিত দিনটির জন্য অপেক্ষা করে রয়েছেন ৷
প্রধানমন্ত্রীকে দেওয়া শুভেন্দুর চিঠি প্রসঙ্গত, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-সহ 9 বিরোধীদলের নেতা-নেত্রীরা যে চিঠি দিয়েছিলেন তাতে উল্লেখযোগ্যভাবে নাম ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ প্রসঙ্গ উল্লেখ করে সেখানে লেখা হয়েছিল, 2014 সালের পর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি যাদের গ্রেফতার করেছে বা যারা করেছে তার সিংহভাগই হল বিরোধী দলের সদস্য ৷ অথচ বিজেপিতে যোগদানকারী রাজনীতিকদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তদন্তকারী সংস্থাগুলি ধীরগতিতে চলে। উদাহরণস্বরূপ এই চিঠিতে তুলে আনা হয় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথা ৷ এরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের প্রসঙ্গও তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীকে দেওয়া শুভেন্দুর চিঠি আরও পড়ুন:'মতুয়াদের অপমান করেছেন মুখ্যমন্ত্রী !' নবদ্বীপের প্রতিবাদ সভায় থাকছেন শুভেন্দু
এরপর আজ অর্থাৎ সোমবার শুভেন্দু অধিকারী যে চিঠি দিয়েছেন সেই প্রসঙ্গে টুইটারে শুভেন্দু লিখছেন, "আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে চিঠি লিখেছি । সারদার সবচেয়ে বড় সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরতে সিবিআই-এর অনিচ্ছার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছি। পশ্চিমবঙ্গের মানুষ 10 বছর ধরে দিনটির জন্য অপেক্ষা করে আছেন।" উল্লেখ্য, এই চিঠিতে যে শুধু মমতার সঙ্গে সারদা যোগ প্রসঙ্গ রয়েছে তাই নয় একইসঙ্গে রয়েছে সারদার বিভিন্ন ব্যবসা যেমন সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গেও তৃণমূল যোগের বিষয়টি তুলেছেন তিনি।
প্রধানমন্ত্রীকে দেওয়া শুভেন্দুর চিঠি প্রধানমন্ত্রীকে লেখা চিঠি প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান যে, কাকে কী অভিযোগ করতে হয় তা জানা নেই শুভেন্দু অভিকারীর ৷ শুধুমাত্র ভেসে থাকতে চাইছেন সেই কারণেই এইসব কথা বলছেন ৷ অন্যদিকে, শুভেন্দু অধিরকারী বিধানসভায় তাঁর নিজের ঘরে বসে এই চিঠি প্রসঙ্গে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই আইআরসিটিসির সঙ্গে সারদার ফুড অ্যান্ড ট্রাভেলসের চুক্তি কে করেছিলেন ? তাহলে কেন তাঁকে ডাকা হবে না ৷ আমি সিবিআইকে রিলাকট্যান্ট না-থেকে এগুলো খতিয়ে দেখতে ৷ উনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাই আমিও ওনার (মমতা বন্দ্যোপাধ্যায়) বিরুদ্ধে অভিযোগ করছি ৷"