কলকাতা, 10 মার্চ: রাজ্যের মন্ত্রীকে জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে (Suvendu Adhikari) । অভিযোগ ওঠে শুক্রবার বিধানসভায় পঞ্চায়েত দফতরের বাজেট নিয়ে বক্তৃতার সময় শুভেন্দু অধিকারী রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে (Bengal Minister Partha Bhowmick) এক মাসের মধ্যে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন । বিষয়টিকে মন্ত্রী অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Assembly Speaker Biman Banerjee) নজরেও এনেছেন ।
মন্ত্রীর দাবি, বিরোধী দলনেতার এই বক্তব্যের পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন । এরপরই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মন্ত্রীর নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই । বিরোধী দলনেতা এমন কথা বিধানসভার ভিতরে বলতে পারেন না । বিধানসভায় সেই কথা বলা যায় না, যে কথা রাজপথে বলা যায় । তিনি বিষয়টিকে রেকর্ডে রাখার অনুমতি দিয়েছেন । একই সঙ্গে তিনি জানিয়েছেন, মন্ত্রী চাইলে বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রিভিলেজও আনতে পারেন ।
এদিন যাবতীয় ঘটনার সূত্রপাত, তৃণমূলের (Trinamool Congress) বিধায়ক সওকত মোল্লার টিপ্পনীর পর । শুভেন্দু অধিকারী বক্তব্য রাখার সময় তিনি প্রশ্ন তোলেন, ‘‘এই মুহূর্তে বিজেপির (BJP) বিধায়ক সংখ্যা কত !’’ জবাবে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘যে বিধায়করা এই মুহূর্তে বিজেপির ছেড়ে তৃণমূলে গিয়েছেন, তাঁরা কেউ হলপ করে বলতে পারবেন এই মুহূর্তে তাঁরা তৃণমূলে আছেন । বিধানসভায় তাঁরা যেমন বলেন এই মুহূর্তে তারা বিজেপিতেই আছেন, অধ্যক্ষও বলেন তাঁরা বিজেপির ।’’
এরপর সময় শেষ হয়ে যাওয়ায় আর বক্তব্য জারি রাখতে পারেননি বিরোধী দলনেতা । তিনি বসে যান ৷ এরপর বিধানসভার ভিতরেই মাইক ছাড়া সেচ মন্ত্রী ও বিরোধী দলনেতাকে পরস্পরের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা যায় । কিন্তু তারা কী বলছেন যেহেতু মাইক বন্ধ ছিল, তাই তা পরিষ্কারভাবে বোঝা যায়নি ।