পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Accuses SEC: সরকারের তাঁবেদারি করে পঞ্চায়েতে তৃণমূলকে জিতিয়ে দিতে চাইছে কমিশন, অভিযোগ শুভেন্দুর - পঞ্চায়েত নির্বাচন

সরকারের তাঁবেদারি করে পঞ্চায়েত (Panchayat Polls) নির্বাচনে তৃণমূলকে জিতিয়ে দিতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন (Suvendu Accuses SEC)৷ এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷

Suvendu Adhikari accuses State Election Commission of partiality in Panchayat Polls
সরকারের তাঁবেদারি করে পঞ্চায়েতে তৃণমূলকে জিতিয়ে দিতে চাইছে কমিশন, অভিযোগ শুভেন্দুর

By

Published : Nov 1, 2022, 3:17 PM IST

Updated : Nov 1, 2022, 6:23 PM IST

কলকাতা, 1 নভেম্বর: রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্য সরকারের তাঁবেদারির অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে চাঁছাছোলা ভাষায় তিনি অভিযোগ করেছেন যে, পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Polls) তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য নির্বাচন কমিশন ৷ সংরক্ষণের ত্রুটিপূর্ণ তালিকাকে বাতিল করে নতুন তালিকা তৈরির আর্জি জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছেন তিনি ৷ তাঁর দাবি মানা না হলে, আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Accuses SEC)৷

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম ব্লক 1 বুথ নম্বর 76 এর পঞ্চায়েত এলাকার ভোটার হিসেবে আজ ওবিসি অধীন সংরক্ষণের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ তালিকার অভিযোগ এনে নির্বাচন কমিশনে নালিশ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এ দিন তিনি বলেন, "গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ত্রিস্তরীয় ব্যবস্থায় চলতি বছরের 18 অক্টোবর আসন বিন্যাস এবং আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করা হয় । এই খসড়া তালিকার সম্বন্ধে অভিযোগ জমা দেওয়ার শেষ দিন আগামিকাল । এত কম সময়ের মধ্যে অনেকগুলি ছুটির দিন । তাই হাতে সময় পাওয়া যাচ্ছে খুবই কম । এ ছাড়াও এসটি ও এসসি-র আসনের ক্ষেত্রে জাতীয় স্তরে তালিকা তৈরি করা হয় । তবে যেহেতু পশ্চিমবঙ্গে ওবিসির সংখ্যা অনেক বেশি, তাই রাজ্য নিজেদের মতো করে এই ওবিসির তালিকা তৈরি করে । এখানেই আমার আপত্তি । কারণ স্থানীয় বা লোকাল সমীক্ষার মাধ্যমে তাঁদের সংখ্যা চূড়ান্ত করা হয়, যা মূলত তৃণমূলের ব্লক প্রধানরা করে থাকেন । তাই ওবিসি-দের যথাযথ সংরক্ষণ সমীক্ষা করতে হবে ৷ প্রকৃতপক্ষে কতজন ওবিসি রয়েছেন, তা সঠিকভাবে যাচাই করে তার পরে তালিকা প্রকাশ করতে হবে । স্থানীয় সমীক্ষার ভিত্তিতে তৈরি খসড়া তালিকাকে যদি চূড়ান্ত তালিকা বলে চালানো হয়, তাহলে একজন পঞ্চায়েত এলাকার ভোটার হয়ে আমি আদালতের দ্বারস্থ হব ।"

পঞ্চায়েতে তৃণমূলকে জিতিয়ে দিতে চাইছে কমিশন, অভিযোগ শুভেন্দুর

আরও পড়ুন:এক যাত্রায় তো পৃথক ফল হয় না, রাজ্যেও চালু হবে সিএএ: শুভেন্দু

রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দু এ দিন বলেছেন, "আগামী পঞ্চায়েত ভোটে তৃণমূলকে জিতিয়ে দেওয়ার লাইসেন্স করে দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন ।" কমিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "আজ সকাল 11.15-তে আমি অবজেকশন জানাতে এসেছিলাম । দেখলাম কমিশনারও নেই, সচিবও নেই । গ্রুপ ডি-র কর্মীর কাছে চিঠিটা দিয়ে রিসিভ করালাম । এই হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের অবস্থা !"

Last Updated : Nov 1, 2022, 6:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details