কলকাতা, 1 নভেম্বর: রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্য সরকারের তাঁবেদারির অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে চাঁছাছোলা ভাষায় তিনি অভিযোগ করেছেন যে, পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Polls) তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য নির্বাচন কমিশন ৷ সংরক্ষণের ত্রুটিপূর্ণ তালিকাকে বাতিল করে নতুন তালিকা তৈরির আর্জি জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছেন তিনি ৷ তাঁর দাবি মানা না হলে, আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Accuses SEC)৷
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম ব্লক 1 বুথ নম্বর 76 এর পঞ্চায়েত এলাকার ভোটার হিসেবে আজ ওবিসি অধীন সংরক্ষণের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ তালিকার অভিযোগ এনে নির্বাচন কমিশনে নালিশ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এ দিন তিনি বলেন, "গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ত্রিস্তরীয় ব্যবস্থায় চলতি বছরের 18 অক্টোবর আসন বিন্যাস এবং আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করা হয় । এই খসড়া তালিকার সম্বন্ধে অভিযোগ জমা দেওয়ার শেষ দিন আগামিকাল । এত কম সময়ের মধ্যে অনেকগুলি ছুটির দিন । তাই হাতে সময় পাওয়া যাচ্ছে খুবই কম । এ ছাড়াও এসটি ও এসসি-র আসনের ক্ষেত্রে জাতীয় স্তরে তালিকা তৈরি করা হয় । তবে যেহেতু পশ্চিমবঙ্গে ওবিসির সংখ্যা অনেক বেশি, তাই রাজ্য নিজেদের মতো করে এই ওবিসির তালিকা তৈরি করে । এখানেই আমার আপত্তি । কারণ স্থানীয় বা লোকাল সমীক্ষার মাধ্যমে তাঁদের সংখ্যা চূড়ান্ত করা হয়, যা মূলত তৃণমূলের ব্লক প্রধানরা করে থাকেন । তাই ওবিসি-দের যথাযথ সংরক্ষণ সমীক্ষা করতে হবে ৷ প্রকৃতপক্ষে কতজন ওবিসি রয়েছেন, তা সঠিকভাবে যাচাই করে তার পরে তালিকা প্রকাশ করতে হবে । স্থানীয় সমীক্ষার ভিত্তিতে তৈরি খসড়া তালিকাকে যদি চূড়ান্ত তালিকা বলে চালানো হয়, তাহলে একজন পঞ্চায়েত এলাকার ভোটার হয়ে আমি আদালতের দ্বারস্থ হব ।"