কলকাতা, 2 অক্টোবর:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোমবার থেকে দিল্লিতে শুরু হয়েছে তৃণমূলের 2 দিনের প্রতিবাদ কর্মসূচি ৷ মূলত 100 দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের পাওনা বকেয়া টাকা দেওয়ার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তৃণমূল ৷ তবে তৃণমূলের এই কর্মসূচির পালটা কলকাতায় এদিন পালটা অবস্থান বিক্ষোভ করে বিজেপি ৷ দলের এই কর্মসূচিতে এদিন যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ১০০দিনের কাজের টাকা নিয়ে রাজ্যে যে দুর্নীতি হয়েছে তা নিয়ে এদিন বিধানসভার বাইরে সরব হন তিনি ৷ তাঁর সঙ্গে যোগ দেন অন্যান্য বিজেপি বিধায়করাও ৷ সোশাল মিডিয়াতেও এই নিয়ে সরব হয়েছেন শুভেন্দু ৷
এদিন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজ্যে 100 দিনের কাজ প্রকল্পে কোন পর্যায়ের দুর্নীতি হয়েছে তা তুলে ধরেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, আধার সংযোগ শুরু হওয়ার পর রাজ্যে 1 কোটি 30 লক্ষ গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের জব কার্ড বাতিল হয়েছে ৷ শুভেন্দুর দাবি, গত দশ বছরে যদি ওই ভুয়ো জবকার্ডের মাধ্যমে প্রত্যেক কার্ডপিছু যদি 10 হাজার টাকা করেও দেওয়া হয়ে থাকে তাহলেও দুর্নীতির অঙ্ক দাঁড়ায় 13 হাজার কোটি টাকা ৷ তাঁর কটাক্ষ, কেন্দ্র এখন টাকা বন্ধ রাখায় আর এই প্রকল্পে দুর্নীতি করতে পারছে না তৃণমূল নেতারা, তাই তারা প্রতিবাদ করছে ৷ যারা এই বিপুল লুট করেছে রাজ্যের মানুষের কাছ থেকে তারা বুট অর্থাৎ জুতো পাবে বলেও কটাক্ষ শুভেন্দুর ৷