পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: 100 দিনের কাজ প্রকল্পে রাজ্যে বিপুল দুর্নীতি, তথ্য তুলে ধরে তৃণমূল সরকারকে আক্রমণ শুভেন্দুর

Suvendu Adhikari Attacks TMC: সোমবার শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে 100 দিনের কাজ ও জবকার্ড হোল্ডারদের প্রসঙ্গ তুলে ধরে রাজ্যে 100 দিনের কাজ নিয়ে যে দুর্নীতি হয়েছে, তা তুলে ধরেন ৷ এছাড়াও তিনি বিজেপি বিধায়কদের বিক্ষোভ মিছিলে সরব হন আবাস যোজনার দুর্নীতি নিয়ে ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারী

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 4:40 PM IST

Updated : Oct 2, 2023, 4:51 PM IST

কলকাতা, 2 অক্টোবর:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোমবার থেকে দিল্লিতে শুরু হয়েছে তৃণমূলের 2 দিনের প্রতিবাদ কর্মসূচি ৷ মূলত 100 দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের পাওনা বকেয়া টাকা দেওয়ার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তৃণমূল ৷ তবে তৃণমূলের এই কর্মসূচির পালটা কলকাতায় এদিন পালটা অবস্থান বিক্ষোভ করে বিজেপি ৷ দলের এই কর্মসূচিতে এদিন যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ১০০দিনের কাজের টাকা নিয়ে রাজ্যে যে দুর্নীতি হয়েছে তা নিয়ে এদিন বিধানসভার বাইরে সরব হন তিনি ৷ তাঁর সঙ্গে যোগ দেন অন্যান্য বিজেপি বিধায়করাও ৷ সোশাল মিডিয়াতেও এই নিয়ে সরব হয়েছেন শুভেন্দু ৷

এদিন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজ্যে 100 দিনের কাজ প্রকল্পে কোন পর্যায়ের দুর্নীতি হয়েছে তা তুলে ধরেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, আধার সংযোগ শুরু হওয়ার পর রাজ্যে 1 কোটি 30 লক্ষ গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের জব কার্ড বাতিল হয়েছে ৷ শুভেন্দুর দাবি, গত দশ বছরে যদি ওই ভুয়ো জবকার্ডের মাধ্যমে প্রত্যেক কার্ডপিছু যদি 10 হাজার টাকা করেও দেওয়া হয়ে থাকে তাহলেও দুর্নীতির অঙ্ক দাঁড়ায় 13 হাজার কোটি টাকা ৷ তাঁর কটাক্ষ, কেন্দ্র এখন টাকা বন্ধ রাখায় আর এই প্রকল্পে দুর্নীতি করতে পারছে না তৃণমূল নেতারা, তাই তারা প্রতিবাদ করছে ৷ যারা এই বিপুল লুট করেছে রাজ্যের মানুষের কাছ থেকে তারা বুট অর্থাৎ জুতো পাবে বলেও কটাক্ষ শুভেন্দুর ৷

আরও পড়ুন: সাংবাদিক বৈঠকের মাঝেই অভিষেককে বাধা পুলিশের, বের করে দেওয়া হল রাজঘাট থেকে !

শুভেন্দু এদিন বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, "এই রাজ্যকে 4 হাজার 600 কোটি টাকা দিয়েছে ইউপিএ সরকার আর নরেন্দ্র মোদির সরকার আবাস যোজনায় 30 হাজার কোটি টাকা দিয়েছে । নাটক করছে তৃণমূল ৷ বিষ্ণুপুরের লোকটা কেন ঘর পায়নি ? কেন মমতা বন্দ্যোপাধ্যায় গীতাঞ্জলি স্কিম বন্ধ করেছেন ? জবাব দিন ? এখনও পর্যন্ত 50 লক্ষ ঘর তৈরি হলেও ওই ব্যক্তি এখনও কেন তাঁর ঘর পাননি ? আপনি যে ১০ লক্ষ নতুন নাম পাঠিয়েছেন তার মধ্যে ওই লোকটার নাম নেই। ভাইপোর জেলাতে সবথেকে বেশি চুরি হয়েছে । কেন্দ্রীয় সরকারের টাকা চুরি হলে এ তদন্ত করার জন্য সিবিআই ইনভেস্টিগেশন হয়। তাই আমরা সিবিআই তদন্ত চাইছি ।"

Last Updated : Oct 2, 2023, 4:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details