কলকাতা, 25 জুলাই: বিভিন্ন সময় বিরোধীদের তোলা বিষয়গুলিকে বিচারাধীন বিষয় বলে আলোচনার থেকে বাদ দেওয়া হয় । এবার শাসকের তোলা আলোচনার বিষয় নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । যেহেতু মণিপুরের বিষয়টি এই মুহূর্তে আদালতে বিচারাধীন । তাই বিচারাধীন বিষয় কীভাবে বিধানসভা কক্ষে আলোচনা হতে পারে, এদিন প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা ।
বিরোধী দলনেতার বক্তব্য, মণিপুর এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন । এই নিয়ে রাজ্য বিধানসভায় যদি আলোচনা হয় । আগামিদিনে অন্যান্য বিষয়গুলি নিয়েও বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে আলোচনা চাওয়া হতে পারে । একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, যদি মণিপুর নিয়ে আলোচনা হয় রাজ্য বিধানসভায় ৷ তাহলে দলের মহিলা বিধায়করাই সেই আলোচনায় অংশগ্রহণ করবেন ।
এদিন শুভেন্দু অধিকারীর বক্তব্যের জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা শাসকদলের মুখপাত্র তাপস রায় । তিনি বলেন, ‘‘এসব নিয়ে বলতে গেলে বিধানসভার বিজনেস অ্যাডভাইসারি কমিটিতে আসতে হয় । সেখানে যাব না ৷ আর দেশের সামনে বলব, সেটা সঠিক পদ্ধতি হতে পারে না । মণিপুর নিয়ে আলোচনা তো সংসদেও হচ্ছে ।’’
তাপস রায় আরও বলেন, ‘‘মণিপুরের মতো ভয়ংকর বিষয় সাম্প্রতিককালে ভারতবর্ষে ঘটেনি । আমরা যে রাজনৈতিক দলের কর্মীই হই না কেন, মণিপুর নিয়ে আলোচনা হবে না বললে আমাদের গরিমায় আঘাত আসে । মণিপুর নিয়ে আলোচনা হবেই । মণিপুরে যে ঘটনা ঘটেছে, তাতে আমরা শিহরিত হচ্ছি । মণিপুর নিয়ে যে ছবি প্রকাশ্যে আসছে, তা দেখা যাচ্ছে না । এটা নিয়ে আলোচনা হবে না ?’’