পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'দিল্লিতে নাটক করছেন মমতা', আচমকা নবান্নে গিয়ে এক ইঞ্চিও জমি না ছাড়ার বার্তা শুভেন্দুর - নাটক করছেন মমতা

Suvendhu Adhikari at Nabanna: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন, ঠিক তখনই আচমকা নবান্নে হাজির শুভেন্দু অধিকারী ৷

Suvendhu Adhikari at Nabanna
নবান্নে শুভেন্দু অধিকারী

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 12:26 PM IST

Updated : Dec 20, 2023, 1:09 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর: রাজ্যের মানুষের চোখ যখন দিল্লিতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে, ঠিক সেই সময় বিধায়কদের সঙ্গে নিয়ে নবান্নে হাজির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি দেখা করলেন মুখ্যসচিবের সঙ্গে ৷ আর স্পষ্ট বুঝিয়ে দিলেন যে, শাসকদল দিল্লিতে দরবার করতে গেলেও, রাজ্যে তাদের এক ইঞ্চিও জায়গা ছাড়বে না বিজেপি ৷

বুধবার সকালে তিনি প্রথমে আসেন রাজ্য বিধানসভায় ৷ সেখানে বিধায়কদের সঙ্গে বৈঠকের পর সরাসরি তিনি চলে যান নবান্নে । তাঁর সঙ্গে রয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ । আকস্মিক এভাবে বিরোধী দলনেতা নবান্নে চলে আসায়, রীতিমতো অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়েন নবান্নের নিরাপত্তারক্ষীরা ৷ দোনোমনো করতে করতেই সেখানে হাজির নিরাপত্তা রক্ষীদের এড়িয়ে ভিজিটরস রুমে পৌঁছে যান শুভেন্দু ।

কিছুক্ষণ সেখানে অপেক্ষা করার পর তাঁদের ডেকে নেন মুখ্যসচিব ৷ তিনি কথা বলেন শুভেন্দু ও অন্যান্য বিজেপি বিধায়কদের সঙ্গে ৷ এরপর নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, "নবান্নে 144 ধারা জারি আছে । তাই চারজন বিধায়ককে নিয়ে এখানে এসেছিলাম । মুখ্যসচিবকে ফোন করেছিলাম দেখা করতে চাই বলে । উনারা দেখছি, বলছি করছিলেন ৷ আমরা আর অপেক্ষা করিনি ।"

শুভেন্দু অধিকারী বলেন, "দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের আর্থিক বঞ্চনার কথা বলছেন । আর এখানে জনগণকে বঞ্চিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।" এ দিন শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে যান বিজেপি বিধায়ক শংকর ঘোষ, চন্দনা বাউরী ও বিশাল লামা ।

বিরোধী দলনেতা বলেন, "মুখ্যসচিবের মাধ্যমে সরকারকে আজ বার্তা দেওয়া হল ৷ পশ্চিমবঙ্গে বিরোধী দলকে ভোট দিলে ঘরছাড়া হতে হয়, পঞ্চায়েত ভোট লুট হয় । আবাস, নলবাহিত জল, বার্ধক্য ভাতা দেওয়া হয় না । একজন সাংসদ বলেন, আমি 70 হাজার বার্ধক্য ভাতা দেব । এই সরকার আসলে ফর দ্য পাটি, অফ দ্য পার্টি ও বাই দ্য পার্টি । ফর দ্য ফ্যামিলি, বাই দ্য ফ্যামিলি, অফ দ্য ফ্যামিলি চলছে । দুর্নীতিগ্রস্ত সরকার এটা । এই সরকারকে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে । টাকা কীভাবে নষ্ট হয়েছে, তার তালিকা এখানে আমরা দিয়েছি । সাম্প্রতিক অতীতের কার্শিয়াং, শিলিগুড়িতে বানারহাটে মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক ডিস্ট্রিবিউশন করেছেন, সেখানে বিরোধী এমএলএ-দের তিনি ডাকেননি । এইভাবে বিরোধীদের বঞ্চনা আসলে জনগণের বঞ্চনা । নবান্নে এসে আজ আমরা বলে গেলাম, লড়াই হবে ৷ এক ইঞ্চিও জায়গা আপনাকে আমরা ছাড়ব না । আপনাকে তাড়া করে বেড়াব আমরা । আপনি দিল্লিতে গিয়ে নাটক করবেন, ভাবছেন ছাড়া পেয়ে যাবেন । এমনটা হবে না ।"

এ দিন শুভেন্দুর ঝটিকা সফর নিয়ে রীতিমতো তটস্থ ছিল নবান্ন । কারণ মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকায় নবান্নের নিরাপত্তাও ছিল কিছুটা ঢিলেঢালা । এই অবস্থায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে নবান্নে আসতে পারেন এমনটা কেউ ভাবতেও পারেননি । আর এ সবের মধ্যেই শুভেন্দুর হঠাৎ নবান্নে পৌঁছে যাওয়া ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ।

আরও পড়ুন:

  1. একশো দিনের বকেয়া নিয়ে রাজ্যের আধিকারিকদের সঙ্গে কথা বলবে কেন্দ্র, মোদির সঙ্গে বৈঠক সেরে বললেন মমতা
  2. লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচিতে থাকছেন না প্রধানমন্ত্রী, জানিয়ে দিলেন শুভেন্দু
  3. লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে নাও থাকতে পারেন প্রধানমন্ত্রী, বিষয়টি নিয়ে মুখে কুলুপ উদ্যোক্তাদের
Last Updated : Dec 20, 2023, 1:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details