কলকাতা, 8 মার্চ: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ এবং এসএফআই-এর মধ্যে পরপর দু’টি অশান্তির ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় সম্প্রতি 2 ছাত্রকে সাসপেন্ড করা হয়েছিল ৷ এবার তাঁদের মধ্যে এক ছাত্র সাসপেনশনের কারণ জানতে চেয়ে চিঠি দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে (Suspend Student Letter to Presidency Authority) ৷ তৃণমূল ছাত্র পরিষদের সদস্য তথা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্র অঙ্কন দাস ডিন অফ স্টুডেন্টস এবং রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন ৷
গতবছর অগস্ট মাসে এই দু’পক্ষের অশান্তি এবং সেই ঘটনার রেশ টেনে সম্প্রতি হিন্দু ইডেন হস্টেলে দুই পক্ষের মধ্যে আবার সমস্যার হয় ৷ এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ এর ফলে কর্তৃপক্ষের তরফে পুরো বিষয়টির তদন্তের জন্য একটি হাই-পাওয়ার কমিটি গঠন করা হয় ৷ সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে দু’জন ছাত্র অঙ্কন দাস এবং কল্লোল কর্মকারকে সাসপেন্ড করে কর্তৃপক্ষ ৷ পাশাপাশি, আরও দু’জন ছাত্র মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল ও প্রণব সাহা চৌধুরীকে সতর্ক করে দেওয়া হয় ৷
এরপরেই হাই-পাওয়ার কমিটির সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট এমনটা অভিযোগ জানিয়ে কর্তৃপক্ষকে দু‘টি চিঠি দেন অঙ্কন দাস ৷ টিএমসিপি প্রেসিডেন্সি ইউনিটের সেক্রেটারি অঙ্কন দাসের অভিযোগ, ডিন ওফ স্টুডেন্টস অরুণ কুমার মাইতিকে দেওয়া চিঠিতে তিনি জানতে চেয়েছেন যে, হাই-পাওয়ার কমিটির তদন্তে এমন কী তথ্য উঠে এসেছে, যার ভিত্তিতে তাঁকে সাসপেন্ড করা হয়েছে ৷ কমিটির দেওয়া রিপোর্টকে তিনি পক্ষপাতদুষ্ট বলে দাবি করেন ৷ আগামী 24 ঘণ্টার মধ্যে তাঁর সাসপেনশন তুলে নেওয়ার দাবি জানিয়েছেন অঙ্কন ৷ তাঁর যুক্তি তিনি ফাইনাল ইয়ারের পড়ুয়া ৷ তাই সাসপেনশন হলে পুরো সেমেস্টার খারাপ হয়ে যাবে ৷ সেই কারণেই সাসপেনশন তুলে নেওয়ার আবেদন করেছেন অঙ্কন ৷