কলকাতা, 10 জানুয়ারি: আইসিস জঙ্গি সন্দেহে মধ্যপ্রদেশ থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধৃত (Suspected IS Militant) কুরেশিকে প্রাথমিকভাবে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেলেন গোয়েন্দারা । জানা গিয়েছে, বাংলার বেকার যুবক যুবতীদের জঙ্গি নাশকতামূলক ভাবাদর্শে আকৃষ্ট করা এবং তাঁদেরকে মগজ ধোলাই করে নিজেদের দলে টানাই উদ্দেশ্য ছিল কুরেশির । এর জন্যই কুরেশি বেছে নিয়েছিল শিক্ষিত যুবক সাদ্দামকে । এই সাদ্দামের মাধ্যমেই নিজেদের জঙ্গি সংগঠনের সেলগুলিকে মজবুত করার পাশাপাশি নতুন নতুন ছেলেমেয়েদের দলে টানার কাজ চালাত ধৃত কুরেশি ।
তদন্তে নেমে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Kolkata Police STF) গোয়েন্দারা জানতে পেরেছেন যে, দীর্ঘকাল ধরে কট্টরপন্থী ইসলামিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল এই আব্দুল রাকিব কুরেশি । সে দীর্ঘদিন ধরে ইসলামিক স্টেটের সদস্য, এমন তথ্য প্রমাণও পেয়েছেন এসটিএফ-এর গোয়েন্দারা । তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বরং একাধিক রাজ্যে জঙ্গি সংগঠন এবং সংগঠনের সদস্যদের চাঙ্গা করার দায়িত্বে ছিল কুরেশি ।