পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনেও সক্রিয় হাওয়ালা কারবার ? কলকাতায় প্রচুর টাকাসহ গ্রেপ্তার 2 - হাওলার টাকা

কলকাতায় হাওয়ালার টাকা সহ গ্রেপ্তার গ্রেপ্তার দুই ।

ছবি
ছবি

By

Published : Apr 15, 2020, 8:28 AM IST

কলকাতা, 15 এপ্রিল : ফের বড় অঙ্কের টাকা উদ্ধার কলকাতায় । আবারও বড়বাজার এলাকা থেকে উদ্ধার হল টাকা । এবার অঙ্কটা 46.75 লাখ । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে । ওই টাকা তারা কোথা থেকে পেয়েছে তার কোনও সদুত্তর দিতে পারেনি । সেই সূত্রে পুলিশের সন্দেহ, ওই টাকা হাওয়ালার । ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

লকডাউনের যেরে এমনিতেই কলকাতার সর্বত্র চলছে নাকা চেকিং । নাকা চেকিং চলছে হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকাতেও । সেখানেই পুলিশ সন্দেহভাজন দুই স্কুটার আরোহীকে আটক করে । তাদের সঙ্গে ছিল একটি ব্যাগ । সেই ব্যাগ খুলতেই দেখা যায় সাজানো রয়েছে প্রচুর টাকা । পুলিশ ওই টাকার উৎস জানতে চায় । ওই দুই ব্যক্তি সে সম্পর্কে কোনও সদুত্তর দিতে পারেনি । পুলিশের সন্দেহ, হাওয়ালার ওই টাকা বড়বাজার থেকে হাওড়ায় পৌঁছে দেওয়া হচ্ছিল । এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে আরও অনেকে । সেই সূত্রে ধৃতদের নাম প্রকাশ করেনি পুলিশ ।

কলকাতায় একের পর এক ধরপাকড় হয়েছে । মূলত বড়বাজার, জোড়াসাঁকো, জোড়াবাগান এলাকায় । কখনও আবার মধ্য কলকাতার অন্য দুই একটি জায়গায় । ধরপাকড়ে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে । উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা । কিন্তু তারপরেও হাওয়ালা কারবার বন্ধ হয়নি শহরে । নোটবাতিলের পর কেন্দ্রীয় সরকারের দাবি ছিল, ধসে গেছে হাওয়ালা কারবার । কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র রিপোর্ট বলছে, সেটা ঠিক নয় । নোচবাতিলের পরও পাকিস্তান থেকে এদেশে হাওয়ালার মাধ্যমে ঢুকেছে বহু টাকা । সেই টাকার একটা বড় অংশ আসছে কলকাতাতেও । এই কারবার শহরে চলছে রমরমিয়ে । গোয়েন্দাদের খটকা, লকডাউনের সময় ওই টাকা এল কীভাবে ? কী কাজেই বা লাগানো হত এই বিপুল পরিমাণ টাকা ? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ । এই চক্রে জড়িত অন্যদের খোঁজ চলছে ।

ABOUT THE AUTHOR

...view details