কলকাতা, 21 জুলাই: আজ একুশে জুলাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক ? এমনটাই অনুমান করছে পুলিশ ৷ বৃহস্পতিবার সকাল থেকে তৃণমূল সুপ্রিমোর কালীঘাটের বাসভবনের ঠিক বাইরে পুলিশের স্টিকার লাগানো কালো রংয়ের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায় ৷ তাতে অপেক্ষা করছিলেন এক ব্যক্তি ৷ এতে সন্দেহ হয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের ৷ সেখান থেকে খোঁজ মেলে শেখ নূর আলম নামে এক ব্যক্তির ৷ তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ভোজালি এবং মাদকদ্রব্য পাওয়া গিয়েছে ৷ এছাড়াও মিলেছে 7টি আইডি কার্ড ৷
এ প্রসঙ্গে পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, কলকাতা পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷ তার নাম শেখ নূর আলম ৷ সে ওই গলিতে ঢোকার চেষ্টা করছিল ৷ তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, একটি ছুরি এবং মাদকদ্রব্য পাওয়া গিয়েছে ৷ এছাড়া নূর আলমের কাছ থেকে বিভিন্ন এজেন্সির বেশ কিছু আইডি কার্ডও মিলেছে ৷ সে পুলিশের স্টিকার লাগানো একটি গাড়িতে ঘুরছিল ৷ পুলিশ, এসটিএফ, এবং স্পেশ্য়াল ব্রাঞ্চের আধিকারিকরা ধৃত নূর আলমকে স্থানীয় থানায় জিজ্ঞাসাবাদ করছে ৷
আরও পড়ুন: একুশে জুলাইয়ের মঞ্চে মমতা, মানুষের ঢল ধর্মতলায়
সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ওই গাড়িটিকে বের করতে আসেন পুলিশকর্মীরা ৷ পুলিশের স্টিকার লাগানো ওই গাড়িতে শেখ নূর আলমকে দেখে সন্দেহ হয় তদন্তকারীদের ৷ গাড়ির বাইরে তাকে নামতে বলা হয় ৷ এই সময় তার পকেট থেকে একটি রিভলভার, একটি ভোজালি এবং মাদক দ্রব্য পান নিরাপত্তারক্ষীরা ৷ এরপরই ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ আসেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা ।
তার পরিচয় জিজ্ঞাসা করলে নূর আলম জানায়, সে বিএসএফের আধিকারিক ৷ এই তথ্যের সমর্থনে সে কোনও প্রমাণ দেখাতে পারেনি ৷ তখন পুলিশের প্রশ্নের চাপে সে জানায় সেন্ট্রাল আইবির লোক ৷ এদিকে তার সপক্ষেও কোনও নথি দেখাতে পারেনি নূর আলম ৷
আরও পড়ুন: 13 শহিদকে শ্রদ্ধাঞ্জলি মমতার, শ্রদ্ধার্ঘ্য জানালেন অভিষেকও
শেখ নূর আলম কেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অপেক্ষ করছিল, তা জানতে চান তদন্তকারী আধিকারিকরা ৷ সে জানায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই তাঁর বাড়ির সামনে অপেক্ষা করছিল ৷ উল্লেখ্য, একুশে জুলাই দিনটিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির কাছাকাছি পর্যন্ত যাওয়ার ছাড়পত্র পায় আমজনতা ৷ পুলিশ এখন তদন্তে জানার চেষ্টা করছে, ওই গাড়িটি কার নামে নথিভুক্ত করা আছে ৷ কীভাবে গাড়িটি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এল ৷