কলকাতা, 4 ডিসেম্বর: 2015 ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকার তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে তৈরি হওয়া দূষণ কমাতে বিজ্ঞপ্তি জারি করেছিল । কিন্তু গত সাত বছরে রাজ্যে একটিও কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে সালফার ডাই-অক্সাইডের (এসও2) মতো গ্যাস অপসারণ করার প্রযুক্তি প্রয়োগ করা হয়নি (Power plants not proactive in curbing pollution)। এই ঘটনা সামনে এসেছে একটি সমীক্ষা রিপোর্টে । বর্তমান সময় নানা ক্ষেত্রে দূষণ নিয়ে চিন্তিত বিশেষজ্ঞ থেকে পরিবেশ প্রেমীরা। দূষণের প্রভাব সাধারণ মানুষ সরাসরি টের পাচ্ছেন । আর সেই সময় দাড়িয়ে সরকারি-বেসরকারি সংস্থার এমন উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠছে ।
রিপোর্ট অনুসারে, কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত হয় সালফার ডাই-অক্সাইড(এসও2) ও নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও2)। পারদের মতো দূষিত পদার্থের অপসারণ দ্রুত করার জন্য ও সূক্ষ্মতর ধূলিকণা আটকাতে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি সেই অর্থে । তাপবিদ্যুৎ কেন্দ্রে জলের প্রয়োগ নির্ধারিত করার লক্ষে ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য সর্বোপ্রথম 2015 সালের ডিসেম্বরে দূষণ নিয়ন্ত্রণ নির্দেশিকা নিয়ে আসা হয় । যেহেতু রাজ্য সরকার বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উপরেই অনেকটাই নির্ভরশীল, তাই পশ্চিমবঙ্গের মানুষের স্বাস্থ্যের উপর কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তৈরি হওয়া দূষণের প্রভাব দিনে দিনে বাড়ছে ।