পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Surjya Kanta Mishra on left alliance: জোটের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না, মন্তব্য সূর্যকান্তের - সিপিএমের কলকাতা জেলা সম্মেলনে সূর্যকান্ত মিশ্র

জোটের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না ৷ সিপিএমের কলকাতা জেলা সম্মেলনের (Surjya Kanta Mishra at CPIM Kolkata Committee meeting) শেষ দিনে এ কথা বললেন সূর্যকান্ত মিশ্র ৷

Surjya Kanta Mishra accepts failure of left alliance in CPIM Kolkata Committee meeting
জোটের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না: সূর্যকান্ত মিশ্র

By

Published : Mar 6, 2022, 9:26 AM IST

কলকাতা, 6 মার্চ: একলা চলোতে সাফল্য আসছে । তাই ভবিষ্যতে জোট করতে হলে তা কোনওভাবেই নিচুতলার উপরে চাপিয়ে দেওয়া হবে না । বরং নিচুতলার মতকে প্রাধান্য দিয়ে জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে । জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra on left alliance)। তবে তাঁর দল যে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে, সে কথা স্বীকার করে নিয়েছেন তিনি ৷

সিপিএমের কলকাতা জেলা সম্মেলনের (Surjya Kanta Mishra at CPIM Kolkata Committee meeting) প্রথম দিন থেকেই জোট নিয়ে প্রতিনিধিদের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য নেতৃত্বকে। সম্মেলনের শেষ দিনে প্রতিনিধিদের সামনে জোটের ব্যর্থতার দায় কাঁধে তুলে সূর্যকান্ত মিশ্র বলেন, "পরিস্থিতির প্রয়োজনেই বিধানসভা নির্বাচনে জোট করা হয়েছিল । কিন্তু বিজেপি ও তৃণমূলের সাম্প্রদায়িক রাজনীতির মোকাবিলা করতে পার্টি ব্যর্থ হয়েছে । বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে ভাবে প্রচার তুঙ্গে নিয়ে যাওয়া উচিত ছিল, তা হয়নি ।"

একলা চলেই সাফল্য আসছে । তাই জোটের (Surjya Kanta Mishra accepts failure of left alliance) প্রয়োজন নেই । এই দাবিই জোরালো হয়ে ওঠে সিপিএমের কলকাতা জেলা সম্মেলনে । সেইসঙ্গে প্রশ্ন ওঠে দলের বিভিন্ন কমিটিতে থাকার ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দেওয়া নিয়েও ।

আরও পড়ুন:Anish Khan Murder Case : আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে বাম বুদ্ধিজীবীদের মিছিল

এ দিন জবাবী ভাষণ দিতে গিয়ে দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, রাজ্যে ও কেন্দ্রে দুই শাসক দলই সাম্প্রদায়িক তাস খেলছিল । স্বাধীনতার পর এই প্রথম বাংলার কোনও নির্বাচনে মেরুকরণ হয় । পরিস্থিতি পর্যালোচনা করেই জোটের সিদ্ধান্ত নেওয়া হয় । কিন্তু মানুষের কাছে সেই জোট বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি । তাই চূড়ান্ত অসফল হয় সংযুক্ত মোর্চা । ভবিষ্যতে কোনও নির্বাচনে জোট করতে হলে অবশ্যই নিচুতলার নেতৃত্বের মতামত গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি ।

তবে বয়সসীমা বেঁধে দেওয়া নিয়ে যে প্রশ্ন ওঠে তা সরাসরি খারিজ করে দেন সূর্যকান্ত । বয়স নিয়ে কোনওরকম নমনীয়তা রাখা যাবে না বলে তিনি জানান । এ ক্ষেত্রে বিমান বসু ও নিজের উদাহরণ টানেন রাজ্য সম্পাদক । তাঁরাও বিভিন্ন কমিটি থেকে সরে যাচ্ছেন বলে জানিয়ে দেন । এ দিন সম্মেলন শেষে 65 জনের জেলা কমিটি গঠন করা হয় । ‌সাগ্নিক সেনগুপ্ত, অর্ণব রায়দের মতো বেশ কয়েকজন রেড ভলান্টিয়ারকে জেলা কমিটিতে নিয়ে আসা হয়েছে । সিপিএমের কলকাতা জেলা সম্পাদকের দায়িত্বে ফের এসেছেন কল্লোল মজুমদার । শনিবার সম্মেলনের শেষ দিনে তাঁকে সর্বসম্মতিক্রমে সম্পাদক পদে নির্বাচিত করা হয় ।

আরও পড়ুন:Left Front Result in Bengal Civic Polls : শিলিগুড়িতে হারলেও চার পৌরনিগমে ভোট বৃদ্ধিই বাম শিবিরে আশার আলো

ABOUT THE AUTHOR

...view details