কলকাতা, 24 এপ্রিল: একজন বিচারপতি কি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারেন ? গত কয়েকমাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকার নিয়ে এই প্রশ্ন বারবার ফিরে এসেছে বাংলার বিভিন্ন মাধ্যমে ৷ এবার সেই প্রশ্নই তোলা হল দেশের সর্বোচ্চ আদালতে ৷ সূত্রের খবর, সোমবার সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানিতে এই প্রশ্ন ওঠে ৷ তার পর এই নিয়ে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে হলফনামা তলব করা হয়েছে ৷
ওই সূত্র থেকে জানা গিয়েছে, সোমবার সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে কুন্তল ঘোষের চিঠি নিয়ে দায়ের করা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি হয় ৷ সেখানেই অভিষেকের আইনজীবীর তরফে অভিযোগ করা হয়, একদিকে যখন হাইকোর্টে নিয়োগ দুর্নীতির শুনানি করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, অন্যদিকে একই বিষয় নিয়ে তিনি সাক্ষাৎকারও দিচ্ছেন ৷
আদালত সূত্রে জানা গিয়েছে, এই অভিযোগ শোনার পর বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷ তিনি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই নিয়ে নির্দেশ দেন ৷ আগামী শুক্রবারের মধ্যে বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের সাক্ষাৎকারের ফুটেজ-সহ বিস্তারিত তথ্য জমা দিতে বলেছেন প্রধান বিচারপতি ৷