কলকাতা, 28 এপ্রিল: নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দু'টি মামলা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷ পাশাপাশি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে দেশের শীর্ষ আদালতের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, এই মামলা অন্য কোনও বিচারপতির এজলাসে পাঠানো হোক ৷ একই সঙ্গে এদিন সুপ্রিম কোর্টে সেক্রেটারি জেনারেলের কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর সাক্ষাৎকারের যে অনুবাদের প্রতিলিপি চেয়ে পাঠিয়েছিলেন, তাতেও স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত ।
শুক্রবার সুপ্রিম কোর্ট থেকে সন্ধ্যা সাড়ে 7টায় হাইকোর্টে আসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংক্রান্ত মামলার রায়ের কপি ৷ যেখানে শীর্ষ আদালতের নির্দেশিকায় সাফ বলা হয়েছে, নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের যে প্রসঙ্গ এসেছে, এবং যে কথা একটি বেসরকারি নিউজ চ্যানেলে সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, সেই সংক্রান্ত মামলার শুনানি তাঁর এজলাসে হবে না ৷ তবে বাকি মামলা আগের মতোই শুনবেন বিচারপতি ৷
শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির উদ্দেশে শুক্রবার সকালেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানোর নির্দেশ দেন ৷ তবে আইনজীবী মহলের একাংশের প্রশ্ন ছিল রায় নিয়ে ৷ অনেকেই জোরের সঙ্গে বলেছিলেন, শুধুমাত্র তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা থেকেই সরানো হয়েছে বিচারপতিকে ৷ আইনজীবী বিকাশ ভট্টাচার্যও জানান, নিয়োগ সংক্রান্ত সব মামলা থেকে অবশ্যই অব্যাহতি দেওয়া হয়নি তাঁকে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের কপি হাতে এলেই সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট হবে বলে জানান তিনি।