পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Supreme Court on Abhishek Case: সুপ্রিম কোর্টে ধাক্কা ! অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি-সিবিআই

কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল শীর্ষ আদালত ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত ৷ ফলে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদে আর কোনও বাধা রইল না ইডি ও সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থার।

Supreme Court on Abhishek Case ETV BHARAT
Supreme Court on Abhishek Case

By

Published : Jul 10, 2023, 2:13 PM IST

Updated : Jul 10, 2023, 2:47 PM IST

নয়াদিল্লি, 10 জুলাই: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেখানে হস্তক্ষেপ করতে চাইল না দেশের শীর্ষ আদালত ৷ ফলে কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেক জিজ্ঞাসাবাদ করতে পারবে ৷ উল্লেখ্য, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, "কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার অর্থ তদন্ত বন্ধ করে দেওয়া ৷ যা কখনই উচিত নয় ৷" তবে, অভিষেক ও কুন্তলকে আদালতের সময় নষ্টের জন্য যে 25 লক্ষ টাকার জরিমানা করেছিল আদালত, তা বাতিল করা হয়েছে ৷

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের একটি চিঠির ভিত্তিতে সিবিআই ও ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারবে ৷ কলকাতা হাইকোর্ট এমনটাই নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ৷ এরই বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সোমবার সেই মামলার শুনানি ছিল ৷ যেখানে শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশই বহাল রাখল ৷ সঙ্গে আদালতের পর্যবেক্ষণ ছিল, "কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার অর্থ, তদন্ত বন্ধ করা ৷" এরপরই অভিষেকের করা মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি কুন্তল ঘোষকে গ্রেফতার করে ৷ তাঁকে আদালতে পেশ করার সময় অভিষেকের নাম নেন কুন্তল ৷ কিন্তু, এরই মধ্যে হেস্টিংস থানা ও আলিপুর আদালতের ম্যাজিস্ট্রেটকে একটি চিঠি লেখেন কুন্তল ঘোষ ৷ সেখানে তিনি দাবি করেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য তাঁকে চাপ দিচ্ছে ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় ৷ বিষয়টির বিরোধিতা করে ইডি কলকাতা হাইকোর্টে যায় ৷ এমনকি এই অভিযোগ পুরোপুরি মিথ্যে বলে দাবি করে তদন্তকারী সংস্থা ৷

আরও পড়ুন:নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক

মামলাটির শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ কেন্দ্রীয় সংস্থাকে অনুমতি দেয়, প্রয়োজনে এই চিঠির প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা যাবে ৷ কিন্তু, এরই মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকটি মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরিয়ে নেন হাইকোর্টের প্রধান বিচারপতি ৷ তার বদলে মামলাটি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যায় ৷

মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খতিয়ে দেখেন বিচারপতি সিনহা ৷ তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান, অযথা মামলা করে আদালতের সময় নষ্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখেন তিনি ৷ আর আদালতের সময় নষ্ট করায় অভিষেক ও কুন্তলকে 25 লক্ষ টাকা জরিমানা করেন বিচারপতি অমৃতা সিনহা ৷ পরবর্তী সময়ে অভিষেক সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন করেন ৷ কিন্তু, মামলাটি জরুরি ভিত্তিতে শোনার জন্য রাজি হয়নি ডিভিশন বেঞ্চ ৷

আরও পড়ুন:এজেন্সির চাপে নয়, নিজের ইচ্ছায় অভিষেককে নিয়ে চিঠি কুন্তলের

শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৷ সেখানে মামলার শুনানিতে আজ কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে শীর্ষ আদালত ৷ ফলে নিয়োগ দুর্নীতিতে কুন্তলের চিঠি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদে কোনও বাধা রইল না ইডি ও সিবিআই-এর ৷ তবে, বিচারপতি অমৃতা সিনহার 25 লক্ষ টাকা জরিমানার নির্দেশ খারিজ করেছে সুপ্রিম কোর্ট ৷

Last Updated : Jul 10, 2023, 2:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details