নয়াদিল্লি, 28 জুলাই: অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি-র জারি করা 'লুক-আউট' নোটিশ প্রত্যাহার করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ ফলে তাঁদের বিদেশযাত্রা ক্ষেত্রে আর কোনও বাধা রইল না ৷ তবে, বিদেশ সফরের সাতদিন আগে সেই সংক্রান্ত সব তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জানাতে হবে অভিষেক এবং তাঁর স্ত্রীকে ৷
উল্লেখ্য, প্রায় দেড় মাস আগে বিদেশ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে বাধার মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ৷ তাঁর অসুস্থ মাকে দেখতে যাচ্ছিলেন বলে দাবি করেছিলেন তিনি ৷ তবে, সেবার বিমানবন্দর থেকে গিয়ে ফিরতে হয়েছিল তাঁকে ৷ ইডি-র আপত্তিতেই রুজিরার বিদেশযাত্রা হয়নি তখন ৷ তাঁর বিরুদ্ধে তদন্ত চলায় দেশ ছেড়ে যেতে পারবেন না রুজিরা ৷ এমনই বলা হয়েছিল ইডি-র তরফে ৷ পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাবেন বলে ইডি-র কাছে আবেদন জানিয়েছিলেন ৷ আজকের নির্দেশের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তাঁর স্ত্রীর বিদেশ সফরে কোনও বাধা রইল না ৷
এ দিন বিচারপতি এস কে কৌল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ তাঁদের নির্দেশে উল্লেখ করেছেন, অভিষেক এবং তাঁর স্ত্রীকে প্রতিবার বিদেশ সফরের সময় ইডি-র থেকে অনুমতি নিতে হবে ৷ রাজ্যের ইডি আধিকারিকদের হয়ে এই মামলায় আদালতে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল (ASG) এসভি রাজু ৷ তাঁকে উদ্দেশ্য করে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ‘‘এএসজি-কে বলছি, ন্যায্যভাবে আবেদনকারী যদি বিদেশ সফরের এক সপ্তাহ আগে ইডি-কে জানায়, তাহলে প্রয়োজনী অনুমতি দিতে হবে ৷ যে কোনও ক্ষেত্রে, লুক আউট সার্কুলার প্রত্যাহার করতে হবে ৷’’