নয়া দিল্লি, 18 অগস্ট : সুপ্রিম কোর্ট নোটিস পাঠাল পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকারকে ৷ পেগাসাস নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 26 জুলাই একটি তদন্ত কমিশন গঠন করেন ৷ তাঁর শীর্ষে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর (Madan B Lokur) ৷ এই কমিশন গঠন বাতিল করা নিয়ে একটি আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে ৷ তার পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত তৃণমূল সরকারকে এই নোটিস পাঠিয়েছে ৷
দেশের প্রধান বিচারপতি (Chief Justice) এন ভি রামানার (N V Ramana) নেতৃত্বে তিন বিচারপতির একটি বেঞ্চ কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস পাঠিয়েছে ৷ 25 অগস্ট পরবর্তী শুনানির দিন স্থির করা হয়েছে ৷ এই বেঞ্চের অন্য দু'জন হলেন বিচারপতি সূর্য কান্ত (Surya Kant) ও বিচারপতি অনিরুদ্ধ বসু (Aniruddha Bose) ৷