কলকাতা, 19 এপ্রিল : বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি দীপঙ্কর দত্তকে দুটি হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ ৷ গতকাল তাদের মেঘালয় ও বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করল কলেজিয়াম ৷
বিশ্বনাথ সমাদ্দারকে মেঘালয় ও দীপঙ্কর দত্তকে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ - chief justice of meghalaya and bombay high court
বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি দীপঙ্কর দত্তকে দুটি হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ ৷ গতকাল তাঁদের মেঘালয় ও বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করল কলেজিয়াম ৷
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এস এস বোবদের কলেজিয়াম এই সুপারিশ করে ৷ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ৷ তিনি বর্তমানে এলাহাবাদ হাইকোর্টে কর্মরত ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ৷ বর্তমানে কলকাতা হাইকোর্টে কর্মরত ৷ তাঁদের যথাক্রমে মেঘালয় ও বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করল কলেজিয়াম ।
বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার দীর্ঘদিন কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে কাজ করেন ৷ 2019 সালে তিনি কলকাতা হাইকোর্টের কার্যকরী প্রধান বিচারপতি হিসাবেও কয়েকমাস দায়িত্ব সামলান ৷ এরপর তিনি এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসাবেও দায়িত্ব পান । অন্যদিকে, বিচারপতি দীপঙ্কর দত্ত বর্তমানে কলকাতা হাইকোর্টের দ্বিতীয় বর্ষীয়ান বিচারপতি হিসাবে কর্মরত । রাষ্ট্রপতি যদি সুপ্রিমকোর্টের এই কলেজিয়ামে সম্মতিসূচক স্বাক্ষর করেন, তবে দুই বিচারপতির দুই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হওয়া শুধু সময়ের অপেক্ষা ।