পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজীব কুমারের আগাম জামিন খারিজের আবেদনে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

রাজীব কুমারের আগাম জামিন খারিজের আবেদনে 29 নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট । রাজীব কুমারের জামিন খারিজের আবেদন জানিয়ে 4 অক্টোবর সুপ্রিম কোর্টে গেছিল CBI ।

রাজীব
ছবি

By

Published : Nov 25, 2019, 1:13 PM IST

Updated : Nov 29, 2019, 7:54 PM IST

দিল্লি, 25 নভেম্বর : কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিন খারিজের আবেদনে 29 নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট । এর আগে 1 অক্টোবর রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট । তার প্রেক্ষিতেই 4 অক্টোবর সুপ্রিম কোর্টে যায় CBI ।

1 অক্টোবর 50 হাজার টাকার দুটি ব্যক্তিগত বন্ডে রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট । হাইকোর্টের তরফে আরও জানানো হয়, রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে হলে অন্তত 48 ঘণ্টা আগে CBI-র তরফে তাঁকে নোটিশ পাঠাতে হবে ।

যাতে রাজীব কুমারের জামিন খারিজ করা হয়, সেই আবেদনে 4 অক্টোবর সুপ্রিম কোর্টে যায় CBI । তবে আপাতত স্বস্তি । জামিন খারিজের আবেদনেই 29 নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হল ।

রাজীব কুমার এবং সারদা কেলেঙ্কারি এই ইশুতে রাজনৈতিক পারদ চড়েছে বহুবার ৷ রাজীব কুমার তাঁর প্রভাব খাটিয়ে সারদার বহু গুরুত্বপূর্ণ নথি নষ্ট করেছেন বলে অভিযোগ উঠেছে । বিষয়টি নিয়ে CBI-র দরজায় গেছে বিরোধীরা । দফায় দফায় জেরা চলেছে । এমন কী রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছিল তাঁকে । সাময়িকভাবে হাইকোর্টে স্বস্তি মেলার পর বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে ।

Last Updated : Nov 29, 2019, 7:54 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details