কলকাতা, 21 জুলাই: 21 জুলাই সমাবেশ স্থলের অদূরেই ধর্মতলা মেট্রোর সামনে রাস্তার উপর ঢেলে বিক্রি হচ্ছে নানা সাইজের গেঞ্জি। শহিদের মঞ্চে তখনও উপস্থিত হননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ধীরে ধীরে বিভিন্ন গায়গা থেকে তখনও লোক ভিড় জমাচ্ছেন সভাস্থলের কাছে ৷ কিন্তু এত কিছুর মধ্যেও তৃণমূল অনুরাগীদের নজর কেড়ে নিচ্ছিল রাস্তার উপর দাঁড়িয়ে থাকা কয়েকজন হকার ৷ আসলে শুক্রবার সভামঞ্চের বাইরেও খেলা হল ৷ খেললেন হকাররা ৷ চোখের নিমেষে তাঁরা বিক্রি করলেন 'খেলা হবে' গেঞ্জি ৷ জনপ্রিয় এই স্লোগান লেখা গেঞ্জি পড়েই 21-এর শহিদ স্থলে হাজির মমতা অনুরাগীরা ৷ শুধু কী তাই, সভা ঘিরে ধর্মতলায় কেনাবেচার জন্য বসেছিল মিনি মেলা ৷ লক্ষ্মী লাভে খুশি ব্যবসায়ীরা ৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে স্লোগান জনপ্রিয় হয়েছিল 2021 বিধানসভা নির্বাচনে। সেই স্লোগান এখন যেন পরিণত হয়েছে 'ট্যাগ লাইনে' ৷ 21-এর শহিদ মঞ্চে সেই লেখা গেঞ্জিই ছিল হকারদের মূল হাতিয়ার ৷ যার ফলও মিলল হাতেনাতে ৷ খেলা হবে লেখা 500টা গেঞ্জি বিক্রি হয়ে গেল চোখের নিমেষে ৷ গেঞ্চির দামও পকেট ফ্রেন্ডলি ৷ মাত্র 50 টাকায় ট্রেন্ডি গেঞ্জি কিনতে ছাড়েননি মমতা অনুরাগীরাও ৷ বাজার ভালো হওয়ায় মুখে চওড়া হাসি হকারদের ৷
আরও পড়ুন: একুশে জুলাইয়ে ধর্মতলায় জনস্রোত, কী বার্তা দিলেন মমতা-অভিষেক ? দেখে নিন একনজরে