কলকাতা, 26 মে : আজ সকালে ওড়িশার বালেশ্বর থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে স্থলভাগে আছড়ে পড়ে অতি সক্রিয় ঘূর্ণিঝড় যশ । স্থলভাগে প্রবেশের তিন ঘণ্টার মধ্যে ক্রমশ শক্তি হারাবে ঘূর্ণিঝড় যশ । অতি শক্তিশালী থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে । পরবর্তী 6 ঘন্টায় আরও কিছুটা শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে সাধারণ ঘূর্ণিঝড়ে । জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ।
ল্যান্ডফলের পর সাংবাদিক বৈঠক করে তিনি এদিন জানান, আলিপুর আবহাওয়া দফতরের পূর্ব অনুমান মতো ঘূর্ণিঝড় আছড়ে পড়ে বালেশ্বরের নিকটবর্তী অঞ্চল ধামরা এলাকায় । 9:15 - 10:30 টার মধ্যে ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করে । ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ছিল 130-140 কিমি প্রতি ঘণ্টা ৷ 155 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ ছিল ঝড়ের । তিনি জানিয়েছেন, ঘূর্ণিঝড় ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে ।