পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আশুতোষে ইংরেজির পর বজবজ কলেজে বাংলা অনার্সে ভরতির আবেদন সানি লিওনের ! - Sunny Leone on merit list of Ashutosh College

আশুতোষ কলেজের পর এবার বজবজ কলেজ ৷ মেধাতালিকায় উঠে এল সানি লিওনের নাম ৷

sunny leone
সানি লিওন

By

Published : Aug 28, 2020, 5:44 PM IST

Updated : Aug 28, 2020, 8:54 PM IST

কলকাতা, 28 অগাস্ট : ইংরেজির পর এবার বাংলা অনার্স ! আবার কলেজে ভরতির আবেদন সানি লিওনের ! এবার বজবজ কলেজে । তিনি বাংলায় অনার্স পড়তে চান । কলেজের মেরিট লিস্ট বলছে, 183 নম্বরে নাম রয়েছে সানির ৷

আশুতোষ কলেজের ইংরেজিতে স্নাতক স্তরে ভরতির মেধাতালিকায় জ্বলজ্বল করছিল সানি লিওনের নাম । তাও আবার মেরিট লিস্টের একেবারে উপরে । সেই ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমতো হইচই পড়ে যায় । কলেজ কর্তৃপক্ষের তরফে বিষয়টি নিয়ে ভুল হয়েছে বুঝতে পেরে তা সংশোধনের প্রক্রিয়া চলছে । এর মাঝে আবার বলিউড তারকা সানি লিওন টুইট করেন ।

আশুতোষ কলেজের ইংরেজিতে স্নাতক স্তরের মেধাতালিকায় সানি লিওনের নাম

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বজবজ কলেজে ফের একই ঘটনা । বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি ।

বজবজ কলেজের মেধা তালিকায় সানি লিওনের নাম

এদিকে কলকাতায় একের পর এক কলেজে ভরতির মেধাতালিকায় সানি লিয়নের নাম আসার পর থেকে নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল হয় বিষয়টি ৷ ঘটনাটি জানতে পেরে রসিকতা করে টুইট করেন সানি লিয়ন নিজেও ৷ টুইটারে তিনি লেখেন, "কলেজের আগামী সেমেস্টারে তোমাদের সঙ্গে দেখা হবে ৷ আশা করি তোমরা আমার ক্লাসে থাকবে ৷''

আরও পড়ুন :আশুতোষ কলেজে ভরতির মেধাতালিকায় শীর্ষে সানি লিওন !

বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হয় আশুতোষ কলেজ কর্তৃপক্ষও ৷ কলেজের একজন আধিকারিক জানান, কেউ ইচ্ছাকৃতভাবে সানি লিওনের নামে ভুয়ো আবেদন করেছেন । আমরা ভরতির বিভাগকে এই বিষয়ে জানিয়েছি । তারা বিষয়টি শুধরে নেবে । আমরা বিষয়টি খতিয়ে দেখছি । কে বা কারা এই কাজের সঙ্গে যুক্ত, কেনই বা তারা এই কাজ করলেন তা দেখা হচ্ছে । তবে এরপর বজবজ কলেজেও একই ঘটনা ৷ বিষয়টি সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে কলেজেগুলির ভরতি প্রক্রিয়া নিয়ে ৷

Last Updated : Aug 28, 2020, 8:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details