পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar Slams TMC: সুমিত সাউ আদতে তৃণমূল বিধাযকেরক ঘনিষ্ঠ, দাবি সুকান্তর - বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার টুইট

হাওড়ায় রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় বিভিন্ন জায়গায়। গণ্ডগোল নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজাও। সেই ঘটনায় অস্ত্র মামলায় ধৃত সুমিত সাউয়কে নিয়ে শুরু হয়েছে নয়া জল্পনা ৷

Etv Bharat
বিজেপি রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার

By

Published : Apr 5, 2023, 11:48 AM IST

Updated : Apr 5, 2023, 12:49 PM IST

কলকাতা, 5 এপ্রিল: টাকা দিলে ছেলে সব পার্টির হয়েই মিছিলে হাঁটত ৷ এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন আগ্নেয়াস্ত্র কাণ্ডে ধৃত সুমিত সাউয়ের মা ৷ তবে এখানেই থেমে থাকেননি তিনি, আরও এক ধাপ এগিয়ে স্পষ্ট জানিয়েছেন, যে দল বেশি টাকা দেয়, সুমিত তাদের হয়েই কাজ করতে স্বচ্ছন্দ বোধ করত ৷ অন্য়দিকে, সুমিত সাউয়ের মায়ের কথাকে হাতিয়ার করেই ধৃতকে তৃণমূল ঘনিষ্ঠ হিসাবে দেখাতে চেয়েছেন বিজেপি রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার ৷ টুইট করে তিনি সাফ জানিয়েছেন, বেআইনি অস্ত্র আইনে ধৃত আসলে তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর ঘনিষ্ঠ ৷ পাশাপাশি এই ঘটনাকে সামনে রেখে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন সুকান্ত ৷ একই দাবিতে সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

সুকান্তর টুইটার পোস্ট

রাম নবমীর দিন হাওড়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মিছিলে উদ্য়াম নৃত্য় করতে দেখা যায় এক যুবককে। পরে তাকে বিহার থেকে গ্রেফতার করে হাওড়া পুলিশ ৷ অস্ত্র হাতে যুবকের ভিড়িও টুইট করেন তৃণমূলের একাধিক নেতা-নেত্রী ৷ এরপরই তল্লাশি অভিযান শুরু করে হাওড়া পুলিশ এবং সিআইডি ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনার পর অভিযুক্ত বিহারে পালিয়ে যায় বলে জানতে পারে পুলিশ ৷ এরপর মঙ্গলবার সকালে বিহারের মুঙ্গের থেকে তাকে গ্রেফতার করেন হাওড়া পুলিশের আধিকারিকরা ৷ সুমিত গ্রেফতার হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ এই ইস্য়ুতে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল ৷ অন্য়দিকে, এবার অভিযুক্তের মায়ের বয়ানকে হাতিয়ার করে পালটা রাজ্য়ের শাসকদলকে বিঁধেছে বিজেপিও ৷ পাশাপাশি গোটা বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি বিজেপির।

আরও পড়ুন: শুভেন্দুদের মদতেই আগ্নেয়াস্ত্র হাতে রামনবমীর মিছিলে সুমিত, অভিযোগ কুণালের

এদিন রাজ্য় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার টুইটে লেখেন, "বেআইনি অস্ত্র মামলায় মুঙ্গের থেকে ধৃত সুমিত সাউ তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর ঘনিষ্ঠ ৷ তাদের যাবতীয় অনুষ্ঠানেও সে উপস্থিত থাকত ৷" পাশাপাশি বিজেপি রাজ্য় সভাপতির অভিযোগ, "তৃণমূল প্রথমে তাদের লোকদের ঢোকায়, তারপর হিন্দু এবং বিজেপিকে অপমান করার জন্য তাদের গ্রেফতার করে ৷ এটি তার আরেকটি উদাহরণ।" অন্য়দিকে ধৃত সুমিত সাউযের মায়ের দাবি, তাঁর ছেলে সব রাজনৈতিক দলের মিছিলেই যেত ৷ তবে যারা বেশি টাকা দিত তাদের মিছিলে বেশি যেত ৷ সেক্ষেত্রে তিনি তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর রাজনৈতিক কর্মসূচিতে সুমিত যেত বলেও জানিয়েছেন ৷

Last Updated : Apr 5, 2023, 12:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details