কলকাতা, 12 জুন : সাপুরজি আবাসনে এনকাউন্টার কাণ্ডে গ্রেফতার সুমিত কুমার । তাকে আজ মোহালি থেকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের তরফে অনুমান করা হচ্ছিল, সুমিত কুমার ও ভরত কুমার একই ব্যক্তি ৷ পরে অবশ্য তদন্ত প্রক্রিয়া এগোতেই বোঝা যায়, ভরত কুমার ও সুমিত কুমার দু'জন আলাদা ব্যক্তি ৷
নিউটাউনের সাপুরজি আবাসনের 201 নম্বর ফ্ল্যাটটি এই সুমিত কুমারের নামেই ভাড়া নেওয়া হয়েছিল ৷ তদন্তে নেমে পুলিশের হাতে আসে আধার কার্ড ও অন্য বেশ কিছু নথি ৷ স্পষ্ট হয়, সুমিত কুমারের আধার কার্ড ব্যবহার করেই ভাড়া নেওয়া হয়েছিল ফ্ল্যাটটি ৷ পুলিশ সূত্রের খবর, ধৃত সুমিত কুমার জেরায় স্বীকার করে নিয়েছে যে সে তার আধার কার্ড-পাসপোর্ট ভরত ও অন্য একজন ব্যক্তির হাতে দিয়েছিল ৷ পরে ভরত কুমারই ওই 201 নম্বর ফ্ল্যাট ভাড়া নিয়েছিল সুমিতের আধার কার্ড দিয়ে ৷