কলকাতা, 11 অক্টোবর : যে কমিটির কোনও বৈঠক বছরের পর বছর ডাকা হয় না, সেই কমিটিতে থাকা মূল্যহীন। এই যুক্তি দিয়ে অর্থ মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য পদ ছাড়লেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। ষষ্ঠীর সকালেই কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদী মুখ হয়ে উঠলেন রাজ্যসভার এই সাংসদ ৷ শনিবার বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির নতুন সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে অর্থ মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য করা হয়েছিল সুখেন্দুবাবুকে।
উল্লেখ্য, সংসদের স্থায়ী কমিটির নতুন সদস্যদের নাম ঘোষণার পর থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিজেপির। স্থায়ী কমিটির তালিকায় শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর নাম তৃণমূল সাংসদ হিসেবে রয়েছে । কিন্তু, বিজেপিতে যোগের অভিযোগ তুলে শিশিরবাবুর সাংসদ পদ খারিজের দাবি জানিয়েছে তৃণমূল ৷ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের 42 জন লোকসভা এবং 16 জন রাজ্যসভা সদস্যের মধ্যে কেন মাত্র এক জনকেই স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়েছে তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। এমনকি এ রাজ্যের বিজেপি সাংসদদেরও স্থায়ী কমিটিতে চেয়ারম্যানের পদ মেলেনি। একমাত্র ব্যাতিক্রম তৃণমূলের লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁকে কেন্দ্রীয় খাদ্য, গণবণ্টন এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রক সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ দেওয়া হয়েছে।