কলকাতা, 8 এপ্রিল: তৃতীয়বারের জন্য অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যে দিল্লিতে ইডির সদর দফতরে হাজির হতে হবে অনুব্রত কন্যা সুকন্যাকে। যদিও এই বিষয়ে সুকন্যা মণ্ডলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গিয়েছে, আগামী শনিবার দিল্লি যেতে পারেন সুকন্যা মণ্ডল।
ইতিমধ্যেই সুকন্যার বাবা অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে দিল্লিতে নিয়ে গিয়েছে ইডি ৷ এইমুহূর্তে তিহাড়ে রয়েছেন অনুব্রত ৷ সেখানেই অনুব্রত, তাঁর হিসেবরক্ষক মণীষ কোঠারি এবং সায়গল হোসেনকে লাগাতার জেরা করছেন ইডি আধিকারিকরা ৷ এরপরই সুকন্যাকে তলব করে ইডি ৷ গত মার্চ মাসে একাধিকবার তলব করা হলেও ইডির ডাকে সাড়া দেননি তিনি। প্রথমবার আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে সময় চেয়েছিলেন সুকন্য়া। এরপর ফের তাঁকে তলব করা হল ৷
ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলকে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একাধিক তথ্য জানতে পেরেছে বলে খবর। জানা গিয়েছে, অনুব্রত এবং তাঁর কন্যা সুকন্যার নামে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের পাশাপাশি একাধিক ফিক্সড ডিপোজিট রয়েছে। তদন্তকারীদের দাবি এই টাকাগুলি গরুপাচারের লভ্যাংশের টাকা। তদন্তকারীরা আরও জানাচ্ছে, অনুব্রত মণ্ডল গরুপাচারের সঙ্গে যুক্ত সেই খবর জানতেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও। ফলে এক্ষেত্রে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন ৷ পাশাপাশি যে ফিক্সড ডিপোজিটের সদুত্তর এখনও অনুব্রতর কাছ থেকে পাননি তদন্তকারীরা ৷ সেই ফিক্সড ডিপোজিটের যাবতীয় খুঁটিনাটি তথ্য অনুব্রতর মেয়ে সুকন্যার কাছ থেকে জানতে চান ইডির তদন্তকারীরা।