পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar: কেন্দ্রীয় নেতৃত্ব সবটাই জানে, আগামিতে ফল দেখা যাবে; অনুপম প্রসঙ্গে বললেন সুকান্ত - সুকান্ত মজুমদার

চরমে উঠেছে অনুপম হাজরার সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের বিবাদ ৷ কড়া বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 10:58 PM IST

সুকান্ত মজুমদারের বক্তব্য

কলকাতা, 8 নভেম্বর:আবারও দলের কেন্দ্রীয় নেতা অনুপম হাজারার মন্তব্য নিয়ে অস্বস্থিতে পড়লো রাজ্য বিজেপি নেতৃত্ব। এর আগেও বিজেপির এই কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা বেশ কয়েকবার রাজ্য নেতৃত্বে বিরোধিতা করেছেন। এর ফলে বেশ চাপে পড়তে হয়েছে দলকে। জানা গিয়েছে, রাজ্য নেতৃত্বের তরফে অনুপমের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানানো হবে ৷

কখনও টুইট করে আবার কখনও লাইভ করে রাজ্যে বিজেপি নেতৃত্বের প্রতি নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন অনুপম হাজরা। এবার তিনি সরাসরি নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। বুধবার তিনি বলেন,"বিজেপি রাজ্য সভাপতিকে বলব নিজের কেন্দ্রে মন দিন। আমি দেখেছি উনি নিজের কেন্দ্রে 20 জন লোক নিয়ে ঘোরেন যাদের মধ্যে 18 জনই তাঁর নিরাপত্তারক্ষী।' আজ এই বিষয়ে পালটা সুকান্ত মজুমদার জানান, যে কেন্দ্রীয় নেতৃত্ব সবটাই জানে, আগামী কিছুদিনের মধ্যেই এর ফলে দেখা যাবে।

প্রসঙ্গত গত কয়েকদিন ধরে অনুপম হাজরা এবং বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্যের মধ্যে জোর তর্জা চলছে । তবে রাজ্য নেতৃত্বকে যে তিনি গুরুত্ব দিচ্ছেন না, তা বুঝিয়ে দিয়েছেন অনুপম ৷ তাঁর দাবি, তিনি দলের কেন্দ্রীয় সম্পাদক, তাই রাজ্য নেতৃত্ব কে কী বলল তাতে কিছু যায় আসে না।

আরও পড়ুন: বিজেপি-বিরোধী লড়াইয়ের মুখ বলেই টার্গেট অভিষেক, ইডির তলব নিয়ে আক্রমণ শশীর

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি'র তলব প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন,"সিবিআই বা ইডি যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকুক না কেন তারা তাঁকে খুব ভালোভাবেই স্বাগত জানাবে। আর তাঁদের চায়ের স্বাদ খুব ভালো একবার খেলে বার বার খেতে ইচ্ছে করবে। তাই উনি যান গিয়ে চা খেয়ে আসুন।"

ABOUT THE AUTHOR

...view details