কলকাতা, 4 জানুয়ারি : শান্তনু ঠাকুরের বিষয়টি বিজেপির আভ্যন্তরীণ ইস্যু ৷ এনিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে ৷ শান্তনু ঠাকুরের রাজ্য বিজেপির সব হোয়াটঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়া নিয়ে জানালেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder on Shantanu Thakur) ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, এখনও পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা হয়নি ৷ ফলে বিষয়টি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিবেচনাধীন বলে জানান তিনি ৷
প্রসঙ্গত, রাজ্য বিজেপির সব গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার পর, নিজের অনুগামী বিজেপি বিধায়ক ও নেতাদের নিয়ে আজ সন্ধ্যায় একটি বৈঠক ডেকেছেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur Leaving BJP?) ৷ ওই বৈঠকে কী আলোচনা হবে তা নিয়েই এখন জল্পনা তৈরি হয়েছে ৷ জানা গিয়েছে, বৈঠকের জন্য ডাক পেয়েছেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার । ইটিভি ভারতকে নিজে সে কথা জানিয়েছেন তিনি ।
শান্তনু ঠাকুরের ইস্যু বিজেপির আভ্যন্তরীণ বিষয়, বিতর্ক এড়াতে মন্তব্য সুকান্তের হরিণঘাটার বিধায়ক জানিয়েছেন, গতকাল রাতে শান্তনু ঠাকুর (Shantanu Thakur news) তাঁকে ফোন করে আজ সন্ধে সাতটার বৈঠকে থাকতে বলেছেন । তবে কী বিষয়ে বৈঠক হবে, তা তিনি খোলসা করে বলেননি । অসীম সরকারের দাবি, তিনি জানেন না যে শান্তনু ঠাকুর বিজেপির সব গ্রুপ ছেড়ে দিয়েছেন ৷ বৈঠকে কারা থাকবেন সে কথাও তিনি জানেন না বলে দাবি করেছেন ।
আরও পড়ুন : Shantanu Thakur calls meeting: সন্ধেয় ঠাকুরনগরে রুদ্ধদ্বার বৈঠকে মন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপি ছাড়া নিয়ে জল্পনা
পাশাপাশি হরিণঘাটার বিধায়ক এও বলেন যে, "যারা উদ্বাস্তুদের নাগরিকত্ব নিয়ে ভাববে না এবং তাদের তাড়ানোর চেষ্টা করবে, আমি তাদের সঙ্গে নেই ।" তাঁর এই বক্তব্যে একটা কথা পরিষ্কার যে, তিনিও বিজেপির প্রতি অসন্তুষ্ট । কারণ, বিজেপি এখনও পর্যন্ত নাগরিকত্ব আইন বাস্তবায়নের বিষয়ে কোনও পদক্ষেপ করেনি ৷ রাজ্যে চালু হয়নি সিএএ ।