পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Writes to Amit Shah: 'রাজ্য পুলিশ মেরুদণ্ডহীন', আইন-শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি সুকান্তর - Sukanta Majumdar

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গত কয়েকদিনে উত্তপ্ত হয়েছে হাওড়া, ডালখোলা, রিষড়ার মতো বেশ কিছু এলাকা ৷ এই ঘটনার উল্লেখ করে রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হস্তক্ষেপ চাইলেন সুকান্ত মজুমদার ৷

Etv Bharat
ফাইল চিত্র

By

Published : Apr 4, 2023, 5:42 PM IST

Updated : Apr 4, 2023, 6:03 PM IST

কলকাতা, 4 এপ্রিল:রাজ্যের বিভিন্ন প্রান্তের অশান্তি, হুগলির রিষড়ার ঘটনা উল্লেখ করে বাংলার আইন-শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রের হস্তক্ষেপের দাবি তুলে অমিত শাহকে চিঠি লিখলেন সুকান্ত মজুমদার ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে মঙ্গলবার এই চিঠি পাঠিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাৎপর্যপূর্ণভাবে এই চিঠিতে রামভক্ত, হিন্দু ও বিজেপি নেতাদের উপর রামনবমী পালনের সময় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ ৷

এই চিঠির বয়ানে রাজ্য পুলিশ ও ডিজি মনোজ মালব্যর ভূমিকারও কড়া সমালোচনা করেছেন সুকান্ত ৷ রাজ্য পুলিশকে সরাসরি 'মেরুদণ্ডহীন ও পক্ষপাতদুষ্ট' বলে উল্লেখ করেছেন তিনি ৷ তবে এই চিঠি যে সুকান্ত মজুমদার বালুরঘাটের সাংসদ হিসেবেই লিখেছেন তা তাঁর লেটারপ্যাডের উল্লেখেই স্পষ্ট ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখার পাশাপাশি এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও দেখা করেছেন তিনি ৷

এই চিঠিতে রাজ্যের-আইন-শৃঙ্খলার প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দৃষ্টি স্থাপনের আবেদন জানিয়ে সুকান্ত লিখেছেন,"রাজ্যে সম্প্রতি রামভক্ত, হিন্দু ও বিজেপি নেতাদের উপর রামনবমী পালনের সময় যে হামলা হয় ও যে হামলা এখনও চলছে তা সম্পর্কে আপনি নিশ্চই অবগত আছেন ৷ গতকাল হুগলি জেলার রেল স্টেশনেও পাথর ছোড়া হয় যার জেরে ট্রেন পরিষেবা ব্যাহত হয় ৷ রাজ্যের শাসকদল তৃণমূল ও তাদের শীর্ষ নেতৃত্বের মদত ছাড়া এই ঘটনা ঘটতে পারে না ৷"

এরপরেই সরাসরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার ৷ লিখেছেন, "রাজ্যের ডিজিপি মনোজ মালব্যের নেতৃত্বাধীন পুলিশের ভূমিকা সবচেয়ে দুর্ভাগ্যজনক ৷ তারা মেরুদণ্ড ও নিরপেক্ষতা হারিয়েছে ৷" আসল দোষীদের গ্রেফতার না-করে যারা আক্রান্ত তাঁদেরই হেনস্থা ও গ্রেফতার করছে পুলিশ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে পুলিশ কোনও পদক্ষেপ করছে না, সিসিটিভি ফুটেজ বা ভিডিয়ো দেখে দোষীদের চিহ্নিত করা হচ্ছে না বলে এই চিঠিতে উল্লেখ করেছেন রাজ্য বিজেপি সভাপতি ৷

আরও পড়ুন: রামের নাম বদনাম করছে বিজেপির গুন্ডারা, অভিযোগ মমতার

তাঁকে ও বিজেপির অন্যান্য নেতৃত্বকে পুলিশ উপদ্রুত এলাকায় যেতে না দিলেও তৃণমূল নেতা-মন্ত্রীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলেও দাবি করেছেন সুকান্ত মজুমদার ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এই বিষয়ে নজর দিন ও উপযুক্ত পদক্ষেপ করুন সেই আবেদন চিঠিতে করেছেন তিনি ৷ অন্যদিকে, এদিন রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি ৷

Last Updated : Apr 4, 2023, 6:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details