কলকাতা, 4 এপ্রিল:রাজ্যের বিভিন্ন প্রান্তের অশান্তি, হুগলির রিষড়ার ঘটনা উল্লেখ করে বাংলার আইন-শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রের হস্তক্ষেপের দাবি তুলে অমিত শাহকে চিঠি লিখলেন সুকান্ত মজুমদার ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে মঙ্গলবার এই চিঠি পাঠিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাৎপর্যপূর্ণভাবে এই চিঠিতে রামভক্ত, হিন্দু ও বিজেপি নেতাদের উপর রামনবমী পালনের সময় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ ৷
এই চিঠির বয়ানে রাজ্য পুলিশ ও ডিজি মনোজ মালব্যর ভূমিকারও কড়া সমালোচনা করেছেন সুকান্ত ৷ রাজ্য পুলিশকে সরাসরি 'মেরুদণ্ডহীন ও পক্ষপাতদুষ্ট' বলে উল্লেখ করেছেন তিনি ৷ তবে এই চিঠি যে সুকান্ত মজুমদার বালুরঘাটের সাংসদ হিসেবেই লিখেছেন তা তাঁর লেটারপ্যাডের উল্লেখেই স্পষ্ট ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখার পাশাপাশি এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও দেখা করেছেন তিনি ৷
এই চিঠিতে রাজ্যের-আইন-শৃঙ্খলার প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দৃষ্টি স্থাপনের আবেদন জানিয়ে সুকান্ত লিখেছেন,"রাজ্যে সম্প্রতি রামভক্ত, হিন্দু ও বিজেপি নেতাদের উপর রামনবমী পালনের সময় যে হামলা হয় ও যে হামলা এখনও চলছে তা সম্পর্কে আপনি নিশ্চই অবগত আছেন ৷ গতকাল হুগলি জেলার রেল স্টেশনেও পাথর ছোড়া হয় যার জেরে ট্রেন পরিষেবা ব্যাহত হয় ৷ রাজ্যের শাসকদল তৃণমূল ও তাদের শীর্ষ নেতৃত্বের মদত ছাড়া এই ঘটনা ঘটতে পারে না ৷"