কলকাতা, 1 ডিসেম্বর: রাজভবনে গিয়ে বৃহস্পতিবার রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Bengal Governor CV Ananda Bose) সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । রাজ্যপালের হাতে এদিন তিনি 63 পাতার একটি রিপোর্ট তুলে দিয়েছেন (Sukanta Majumdar submits report to Governor) ৷ সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই রিপোর্টে রাজ্যের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সবিস্তার তথ্য দেওয়া হয়েছে (Sukanta Majumdar meets Governor CV Ananda Bose) ৷
রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর এদিন সুকান্ত মজুমদার বলেন, "শিক্ষিত ছেলেমেয়ে থেকে যাঁরা হাতের কাজে পারদর্শী, তাঁদের সকলকে এই বাংলা ছেড়ে চলে যেতে হচ্ছে । কারণ বাংলায় শিল্প নেই । রাজ্যে বোমা-বারুদের শিল্প চলছে । পাশাপাশি, রাজ্যপাল পদকে কালিমালিপ্ত করার জন্য এর আগে তৃণমূল কংগ্রেস যেসমস্ত শব্দ ব্যবহার করেছে সেই সমস্ত কিছু নিয়ে আমরা 63 পাতার রিপোর্ট জমা দিয়েছি রাজ্যপালের কাছে ।"