পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Santanu-Sukanta: টুইট যুদ্ধে সুকান্ত-শান্তনু, বিজেপি নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি তৃণমূল সাংসদের - টুইট যুদ্ধে সুকান্ত শান্তনু

তৃণমূল সাংসদ শান্তনু সেনের মেয়েকে নিয়ে টুইট সুকান্ত মজুমদারের ৷ পালটা আইনি ব্যবস্থার হুমকি দিয়েছেন তৃণমূল সংসদ (Sukanta Majumdar tweets on Santanu Sen daughter sparks controversy) ৷

ETV Bharat
Santanu Sen vs Sukanta Majumdar

By

Published : Nov 27, 2022, 10:22 PM IST

কলকাতা, 27 নভেম্বর: এবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের মেয়েকে নিয়ে টুইটারে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ পালটা আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তৃণমূল সংসদ (Sukanta Majumdar tweets on Santanu Sen daughter sparks controversy)৷

রবিবার বিজেপির রাজ্য সভাপতি টুইটে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেনের মেয়েকে নিয়ম বহির্ভূতভাবে ডাক্তারি পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে (TMC MP Santanu Sen)। এর পালটা আইনি পদক্ষেপের কথা বলেছেন তৃণমূল সাংসদ । আর এই নিয়েই জমজমাট রবিবাসরীয় রাজ্য রাজনীতি । রবিবার একটি টুইট করে সুকান্ত মজুমদার দাবি করেছেন, নিট (এনইইটি) পরীক্ষায় উত্তীর্ণ না-হয়েই ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন শান্তনুর কন্যা সৌমিলি সেন । এখন এমবিবিএস-এ ভর্তি হতে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় বসতে হয় । সেই পরীক্ষায় পাশ করে ডাক্তারি পড়ার সুযোগ পাওয়া যায় । রাজ্যসভার তৃণমূল সাংসদ ডাক্তার শান্তনু সেনের মেয়ে সৌমিলিও এমবিবিএস-এ ভর্তি হয়েছেন ।

আরও পড়ুন: বীরভূমের সভায় 'জনদরদি' মিঠুন, নিলেন ছাত্রীর পড়াশোনার দায়িত্ব

সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) অভিযোগ, নিট পাশ না-করেই এমবিবিএস-এ ভর্তি হন শান্তনু সেনের কন্যা সৌমিলি । শুধু তাই নয়, ভর্তির ফর্মে তাঁর বাবার আয় সংক্রান্ত তথ্য গোপন করা হয়েছে বলেও অভিযোগ করেন সুকান্ত । এর কিছুক্ষণের মধ্যেই সৌমিলির তিনটি শংসাপত্র টুইট করেন তৃণমূল সাংসদ । পালটা শান্তনু সেন লেখেন, "রাজনীতির মধ্যে পরিবার ও সন্তানদের টেনে আনার আদর্শ উদাহরণ । রাজনৈতিকভাবে এঁটে উঠতে না-পারায় ব্যক্তিগত আক্রমণ ৷ ও বরাবরই খুব মেধাবী । নিট পাস না-করলে কেউ এমবিবিএস-এ ভর্তি হতে পারে না ।" টুইটেই আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন শান্তনু ।

এর আগে, মন্ত্রী অখিল গিরির ছেলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । জনসভায় তিনি বলেছিলেন, "দেখতে পাচ্ছেন অখিলবাবু? আপনার পুত্র তো আপনার ঝাড়ের বাঁশ ৷ সে আবার বড় নেতা, সে তো গ্র্যাজুয়েটও নয় ৷ অথচ কাঁথি কলেজের সভাপতি ।" কেন এমন মন্তব্য? আইনি নোটিশ পাঠিয়ে বিরোধী দলনেতার কাছে সেই জবাব তলব করেছেন অখিলপুত্র সুপ্রকাশ গিরি । সঙ্গে হুঁশিয়ারি, 72 ঘণ্টার মধ্যে প্রমাণ দিতে না-পারলে ধরে নেওয়া হবে, ইচ্ছাকৃতভাবে মিথ্যা অভিযোগ এনে সুপ্রকাশের সম্মাহানির চেষ্টা করেছেন শুভেন্দু!

ABOUT THE AUTHOR

...view details