পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta to Meet Shah: আগামিকাল শাহের সঙ্গে বৈঠকে সুকান্ত ! কথা হতে পারে আইনশৃঙ্খলা ও সাংগঠনিক বিষয়ে

আগামিকাল দিল্লিতে অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠকের (Sukanta to Meet Shah) সম্ভাবনা রয়েছে সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)৷ বৈঠকে কথা হতে পারে আইনশৃঙ্খলা ও সাংগঠনিক বিষয় নিয়ে ৷

sukanta-majumdar-to-meet-amit-shah-in-delhi-tomorrow
আগামিকাল শাহের সঙ্গে বৈঠকে সুকান্ত

By

Published : Dec 7, 2022, 8:12 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর: সংসদে চলছে শীতকালীন অধিবেশন (Sukanta to Meet Amit)। বঙ্গ বিজেপি নেতৃবৃন্দের অনেকেই তাই এখন অধিবেশনে যোগ দিতে রয়েছেন রাজধানীতে । সূত্রের খবর, আগামিকাল বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে বৈঠকে বসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

সূত্রের খবর, দিল্লিতে থাকা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে আগামিকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাৎ হতে পারে । রাজ্য বিজেপি কোনও এক অজানা ডিসেম্বর ধামাকার কথা জানিয়েছে । সেইসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পরে । পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের একাধিক জায়গায় বোমা উদ্ধার হওয়ার খবর প্রকাশ্যে এসেছে । তাই রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলা নিয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । এছাড়াও সম্প্রতি বিভিন্ন সাংগঠনিক রদবদল হয়েছে রাজ্য বিজেপিতে । এমনিতেই জুনিয়র ও সিনিয়রের একটি সুস্পষ্ট বিভাজন ধীরে ধীরে প্রকাশ্যে এসেছে । তাই এই সাংগঠনিক বিষয়গুলি নিয়েও শাহ ও মজুমদারের বৈঠকে কথা হতে পারে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন:কাঁথির বোমা বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি সুকান্তের

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য কোমর বেঁধেছে সবকটি রাজনৈতিক দলই । নিজের ঘর গুছিয়ে নিতে ব্যস্ত সবাই । পিছিয়ে নেই বিজেপিও । কারণ গত বিধানসভায় ধরাশায়ী অবস্থা হওয়ার পর এ বার একচুল জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির । একেবারে মাঠে পড়ে থাকার পাশাপাশি ডিজিটাল মাধ্যমকে হাতিয়ার করে এগিয়ে যেতে চাইছে বিজেপি । পান থেকে চুন খসলেই শাসকদলের বিরুদ্ধে সুর চড়াতে ছাড়ছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষরা । ইতিমধ্যেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় আসন বিন্যাস এবং খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ তুলেছেন তাঁরা । এ সবের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্য বিজেপি সভাপতির বৈঠকে শাসকদলকে কোণঠাসা করতে নয়া কৌশল নিয়ে আলোচনা হতে পারে ধারণা রাজনৈতিক মহলের ৷

ABOUT THE AUTHOR

...view details