কলকাতা, 7 ডিসেম্বর: সংসদে চলছে শীতকালীন অধিবেশন (Sukanta to Meet Amit)। বঙ্গ বিজেপি নেতৃবৃন্দের অনেকেই তাই এখন অধিবেশনে যোগ দিতে রয়েছেন রাজধানীতে । সূত্রের খবর, আগামিকাল বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে বৈঠকে বসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।
সূত্রের খবর, দিল্লিতে থাকা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে আগামিকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাৎ হতে পারে । রাজ্য বিজেপি কোনও এক অজানা ডিসেম্বর ধামাকার কথা জানিয়েছে । সেইসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পরে । পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের একাধিক জায়গায় বোমা উদ্ধার হওয়ার খবর প্রকাশ্যে এসেছে । তাই রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলা নিয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । এছাড়াও সম্প্রতি বিভিন্ন সাংগঠনিক রদবদল হয়েছে রাজ্য বিজেপিতে । এমনিতেই জুনিয়র ও সিনিয়রের একটি সুস্পষ্ট বিভাজন ধীরে ধীরে প্রকাশ্যে এসেছে । তাই এই সাংগঠনিক বিষয়গুলি নিয়েও শাহ ও মজুমদারের বৈঠকে কথা হতে পারে বলে মনে করা হচ্ছে ।