কলকাতা, 21 ডিসেম্বর : কলকাতা পৌর নির্বাচনের ফলাফলের পর সাংবাদিক সম্মেলনে তৃণমূলকে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (sukanta majumdar speaks about kmc election 2021 result) ৷
তাঁর দাবি, তৃণমূল প্রার্থী ফৈয়াজ আহমেদ খান 62 হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছেন ৷ যার ব্যবধান মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও অনেক বেশি ৷ তাকেই মুখ্যমন্ত্রী করা উচিত ৷ মেয়র বা উপমুখ্যমন্ত্রী পদে ওনাকে বসানো উচিত ৷
KMC Election 2021 Result : রেকর্ড ভোটে জয়ী ফৈয়াজকে মুখ্যমন্ত্রী করা হোক, সাংবাদিক সম্মেলনে দাবি সুকান্তর
পৌর নির্বাচনে ভোট শতাংশের নিরিখে তৃতীয় স্থানে এবং আসন সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ ফলাফল প্রকাশের পর সাংবাদিক সম্মেলন করে শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (sukanta majumdar speaks about kmc election 2021 result) ৷
সাংবাদিক সম্মেলনে সুকান্ত
সুকান্তবাবু এদিন বলেন, "সিপিআইএম একসময় এইভাবে কথা বলত । আমরা 235, ওরা 35 । আজকে সেই সিপিআইএমের বিধানসভায় কোনও আসন নেই । শাসকের সেই ট্র্যাডিশন মমতা বন্দ্যোপাধ্যায় নকল করছেন । আমরাই প্রধান বিরোধী । বামপন্থীরা তৃণমূলকে সাহায্য করেছে । এবার সেটাই ফিরিয়ে দিয়েছে তৃণমূল । ছাপ্পা ভোটে দু‘-একটা আসন সিপিআইএমকে দেওয়া হয়েছে ।"