পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar: কেন্দ্রীয় বাহিনী কবে আসবে ? কমিশনের সেন্সিটিভিটি টেস্ট করাতে চান সুকান্ত - বিক্ষোভ দেখায় রাজ্য বিজেপির নেতারা

বসিরহাট, সন্দোশখালি-সহ একাধিক এলাকায় যেখানে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি, তাঁদের বাসে করে কমিশনের দফতরের সামনে এনে বিক্ষোভ দেখায় রাজ্য বিজেপির নেতারা ।

Etv Bharat
রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার

By

Published : Jun 14, 2023, 8:21 PM IST

Updated : Jun 14, 2023, 10:56 PM IST

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য

কলকাতা, 14 জুন:রাজ্য নির্বাচন কমিশনের সেন্সিটিভিটি টেস্ট করানোর প্রয়োজন রয়েছে বলে মনে করছে রাজ্য বিজেপি । একই সঙ্গে, বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার যে কার্যত কলকাতা হাইকোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে বলেও অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ।

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে লাগাতার অশান্তি অব্যাহত রাজ্যের বিভিন্ন প্রান্তে । একাধিক জেলায় পরিস্থিতি কার্যত পুলিশ-প্রশাসনের হাতের বাইরে চলে গিয়েছে । এমনকী বুধবার মনোনয়নের পঞ্চমদিনও সেই অশান্তির আঁচ দেখা গেল দক্ষিণ 24 পরগনার ভাঙড়, ক্যানিং থেকে উত্তর 24 পরগনার সন্দেশখালি, বসিরহাটেও । আক্রান্ত হলেন পুলিশ কর্মীরাও । পুলিশের সামনেই দেদার বোমাবাজিও চলল দিনভর । আর তার জেরেই পুলিশকেও পালাতে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। এর মাঝেই এদিন বিজেপি প্রার্থীদের নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে আসেন রাজ্য বিজেপি নেতৃত্ব । আর সেখান তেকেই কমিশনের উদ্দেশে একের পর এক শ্লেষ বাক্য ছুড়ে দিয়েছেন সুকান্ত মজুমদার ।

বসিরহাট, সন্দোশখালি-সহ একাধিক এলাকায় যেখানে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি, তাঁদের বাসে করে কমিশনের দফতরের সামনে এনে বিক্ষোভ দেখায় রাজ্য বিজেপির নেতারা । বিরোধী দলনেতার পাশাপাশি এদিন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে তীব্র আক্রমণ করেন সুকান্ত মজুমদার । এদিন তিনি বলেন, "নির্বাচন কমিশন আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছে । কিছুই মানছে না । আমরা আবার আদালতে যাব ।" সেই সঙ্গে, তিনি জানান, এদিন কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে নির্বাচন কমিশনারের কাছে জানতে চাওয়া হলেও তিনি কোনও সদুত্তর দিতে পারেননি বলেই অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি ।

আরও পড়ুন: 'ভোট লুঠ করতে দেব না', কমিশনের সামনে অবস্থান বিক্ষোভে শুভেন্দু-সহ বিজেপি নেতৃত্ব

উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে মঙ্গলবারই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । কিন্তু এদিন সুকান্ত অভিযোগ করে জানান, সেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন কমিশনারের কাছে জানতে চাওয়া হলে তিনি কিছুই জানাতে পারেনি । এদিন সুকান্ত বলেন, "স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । কিন্তু কমিশনার আজ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জন্য কোনও রিকিউজিশন দেননি । তিনি নাকি বুঝতেই পারছেন না স্পর্শকাতর এলাকা । তাঁর সেনসিটিভিটি টেস্ট করাতে হবে ।"

Last Updated : Jun 14, 2023, 10:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details