পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি করের অধ্যক্ষের বিরুদ্ধে ইডি-কে চিঠি সুকান্তর - বিজেপি

Sukanta Majumdar: সাম্প্রতিককালে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে ৷ তাঁর বদলি ঘিরে নানা টানাপোড়েন হয়েছে ৷ এবার সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি-কে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

Sukanta Majumdar
Sukanta Majumdar

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 8:15 PM IST

কলকাতা, 30 নভেম্বর: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিশানায় আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি লিখেছেন সুকান্ত ৷ পাশাপাশি ওই মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কিছু বিষয়ও তাঁর লেখা ন’পাতার চিঠিতে উল্লেখ করা হয়েছে ৷

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিকবার শোনা গিয়েছে বিভিন্ন অভিযোগ । সেই অভিযোগগুলোকে একের পর এক চিঠিতে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার । চিঠিতে উল্লেখ রয়েছে, সম্প্রতি আরজি কর মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য আসা দেহকে বেআইনিভাবে পড়াশোনার কাজে ব্যবহার করা হয়, জৈব আবর্জনা সিন্ডিকেটে বিক্রি করা হয়, আমজনতার টাকার অপব্যবহার ও বেশি দামে হাসপাতালে জিনিসপত্র কেনা হয়, হাসপাতালের ভিতরে বেআইনি খাবারের দোকান রয়েছে ৷ এছাড়াও পড়াশোনা, পার্কিং নিয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে সুকান্ত মজুমদারের চিঠিতে । সমস্ত ঘটনার বিবরণ দিয়ে সুকান্ত মজুমদার জানিয়েছেন, এত অভিযোগ থাকা সত্ত্বেও অধ্যক্ষের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি । কারণ, তিনি রাজ্য সরকারের খুব কাছের । তাই এবার বিষয়টা নিয়ে পর্যালোচনা করার আবেদন জানালেন সুকান্ত ।

ইডি-কে লেখা সুকান্তর চিঠি

প্রসঙ্গত, কিছুদিন আগেই সন্দীপ ঘোষের অধ্যক্ষ থাকা নিয়ে বেশ কিছু সমস্যা দেখা গিয়েছিল । দু’টি পক্ষের মধ্যে দেখা গিয়েছিল সংঘাত । সন্দীপ ঘোষের বদলে অধ্যক্ষ পদে নিয়ে আসা হচ্ছিল মানস বন্দ্যোপাধ্যায়কে । তা কোনোভাবেই মেনে নিচ্ছিলেন না সন্দীপ ঘোষ-পন্থী পড়ুয়ারা । ওই সময় হাসপাতালে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন । মানস বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হাসপাতালের অধ্যক্ষের দরজায় দাঁড়াতে দেখা গিয়েছিল তাঁকে । তবে অনেক ডামাডোলের পরেও আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে থেকে যান সন্দীপ ঘোষ ।

আরও পড়ুন:

  1. 'দম থাকলে মুখ্যমন্ত্রী আগে আমাকে গ্রেফতার করুন,' পালটা হুঁশিয়ারি সুকান্তর
  2. নিঃসঙ্গতা দূর করতে জ্যোতিপ্রিয়র বান্ধবীদের গ্রেফতার করা হোক, কটাক্ষ সুকান্তর
  3. কেন্দ্রের টাকা বন্ধ কেন ? বিধানসভায় বিজেপি বিধায়কদের প্রশ্নের মুখে সুকান্ত !

ABOUT THE AUTHOR

...view details