কলকাতা, 30 নভেম্বর: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিশানায় আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি লিখেছেন সুকান্ত ৷ পাশাপাশি ওই মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কিছু বিষয়ও তাঁর লেখা ন’পাতার চিঠিতে উল্লেখ করা হয়েছে ৷
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিকবার শোনা গিয়েছে বিভিন্ন অভিযোগ । সেই অভিযোগগুলোকে একের পর এক চিঠিতে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার । চিঠিতে উল্লেখ রয়েছে, সম্প্রতি আরজি কর মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য আসা দেহকে বেআইনিভাবে পড়াশোনার কাজে ব্যবহার করা হয়, জৈব আবর্জনা সিন্ডিকেটে বিক্রি করা হয়, আমজনতার টাকার অপব্যবহার ও বেশি দামে হাসপাতালে জিনিসপত্র কেনা হয়, হাসপাতালের ভিতরে বেআইনি খাবারের দোকান রয়েছে ৷ এছাড়াও পড়াশোনা, পার্কিং নিয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে সুকান্ত মজুমদারের চিঠিতে । সমস্ত ঘটনার বিবরণ দিয়ে সুকান্ত মজুমদার জানিয়েছেন, এত অভিযোগ থাকা সত্ত্বেও অধ্যক্ষের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি । কারণ, তিনি রাজ্য সরকারের খুব কাছের । তাই এবার বিষয়টা নিয়ে পর্যালোচনা করার আবেদন জানালেন সুকান্ত ।