কলকাতা, 15 ডিসেম্বর: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধন উপলক্ষ্যে বৃহস্পতিবার কলকাতায় চাঁদের হাট বসেছে ৷ অমিতাভ থেকে শাহরুখ, ভারতীয় সিনেমার তাবড় তারকারা উপস্থিত হয়েছেন উদ্বোধনী মঞ্চে ৷ তা সত্ত্বেও এই অনুষ্ঠানকে অসম্পূর্ণ বলে মনে করছেন বঙ্গ বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ তাঁর মতে, কলকাতার চলচ্চিত্র উৎসব মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) ছাড়া অসম্পূর্ণ ৷
বৃহস্পতিবার বিকেলে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয় ৷ সেই উদ্বোধন চলাকালীনই টুইট করে এই ক্ষোভ প্রকাশ করেন বালুরঘাটের সাংসদ ৷ টুইটারে তিনি লিখেছেন, ‘‘কলকাতার চলচ্চিত্র উৎসব মিঠুন চক্রবর্তীকে ছাড়া অসম্পূর্ণ ৷ অন্য রাজ্য থেকে সুপারস্টারদের ডেকে আনছেন এবং আপনার রাজ্যের সুপারস্টারকে এড়িয়ে যাচ্ছেন, এর অর্থ কী ? শিল্পের ক্ষেত্রে রাজনীতিকে দূরে রাখতে হবে ।’’ টুইটটি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) ট্যাগ করেছেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, টলিউড থেকে বলিউড হয়ে দেশের বিভিন্ন ভাষার সিনেমায় অবাধ বিচরণ মিঠুন চক্রবর্তীর ৷ বাঙালি অভিনেতাদের মধ্যে তিনি অবশ্যই উল্লেখযোগ্য স্থান পান ৷ সেই মিঠুনকেই ডাকা হয়নি এবার ৷ অথচ এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), জয়া বচ্চন, শাহরুখ খান (Shah Rukh Khan), মহেশ ভাট, রানি মুখোপাধ্যায়ের মতো বলিউডি তারকা ৷ শাহরুখকে পাশে নিয়েই বসেছিলেন মুখ্যমন্ত্রী ৷
কেন মিঠুন ব্রাত্য থেকে গেলেন ? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এই প্রশ্নের উত্তর নিজের টুইটের শেষ অংশে নিজেই দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ যেখানে তিনি লিখেছেন, ‘‘শিল্পের ক্ষেত্রে রাজনীতিকে দূরে রাখতে হবে ।’’