কলকাতা, 29 জুলাই: বিজেপিতে পদবিহীন হতেই বঙ্গ রাজনীতিতে চর্চা শুরু হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে ৷ কেন তাঁকে জাতীয়স্তরের পদ থেকে ছেঁটে ফেলল বিজেপি, সেই প্রশ্নও ঘুরছে রাজ্য রাজনীতির অন্দরে ৷ কিন্তু এর মধ্যে কোনও বিতর্ক নেই বলে মনে করছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর ব্যাখ্যা, আগামিদিনে বাংলায় বিজেপির সংগঠন শক্তিশালী করার কাজে দিলীপ ঘোষকে ব্যবহার করা হবে ৷
সুকান্ত মজুমদার বলেন, "দিলীপদার মতো একজন প্রবীণ এবং অনুগত নেতাকে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্য ইউনিটকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হতে পারে ।"
বিজেপিতে সাংগঠনিক রদবদল: শনিবার বিজেপিতে সাংগঠনিক রদবদলের কথা ঘোষণা করা হয় ৷ সেই রদবদলে বাদ পড়ে যায় দিলীপ ঘোষের নাম ৷ দিলীপ ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি ৷ তাঁকে সেই পদ থেকে সরিয়ে সুকান্ত মজুমদারকে 2021 সালের সেপ্টেম্বরে দায়িত্ব দেওয়া হয় ৷ সেই সময় তাঁকে বিজেপির জাতীয় সহ-সভাপতির পদ দেওয়া হয় ৷ শনিবারের রদবদলে তাঁকে আর সেই পদে রাখা হয়নি ৷
দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা: বঙ্গ রাজনীতিতে বিতর্কের অপর নাম দিলীপ ঘোষ ৷ নানা সময়ে তাঁর নানা মন্তব্য বিতর্ক বাড়িয়েছে ৷ কিন্তু শনিবার সকাল তাঁর পদ চলে যাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে ৷ কেন তাঁকে সরানো হল ? তাহলে বিজেপিতে গুরুত্বহীন হয়ে পড়লেন দিলীপ ঘোষ ? নাকি তাঁকে আবার ফেরানো হতে পারে বাংলার সংগঠনে ?