কলকাতা, 22 নভেম্বর: 29 নভেম্বর ধর্মতলায় বিজেপির মেগা সমাবেশ নিয়ে এখনও কাটল না অনিশ্চয়তা । কলকাতা পুলিশের তরফে সভা করার অনুমতি দেওয়া হয়নি । এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ নির্দেশ দেয়, এই সভার অনুমতি দেওয়া উচিত রাজ্য সরকারের ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার । এ বার বিজেপিও জানাল যে, রাজ্য ডিভিশন বেঞ্চে গেলে তারাও পালটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে ৷ 29 নভেম্বরের সভা হচ্ছেই বলে আজ জোর দিয়ে জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার কথা রয়েছে ওই সমাবেশে । তবে সমাবেশ আদৌ হবে কি না, তা নিয়ে এখনও জটিলতা রয়েছে ৷ এই বিষয়ে আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার জানান যে, রাজ্য যদি ডিভিশন বেঞ্চে যায়, তাহলে বিজেপিও যাবে । সঙ্গে তিনি এও বলেন যে, "এই রাজ্য সরকার কতটা নির্লজ্জ যে তারা মনে করে ওই জায়গায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসেরই সভা করার অধিকার রয়েছে ৷ আর অন্য কারও নেই । পুলিশ যে ওখানে বিজেপিকে সভা করতে দিচ্ছে না তার কি কোনও বাস্তব ভিত্তি আছে ? ওখানে তৃণমূল সভা করতে পারবে সিপিএম, কংগ্রেস, বিজেপি সভা করতে পারবে না ?"
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই সভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের থাকার কথা রয়েছে ৷ সুকান্ত এই নিয়ে বলেন, "পুলিশ এবং রাজ্য প্রশাসন এইরকম ব্যবহার করছে এটা ভাবতে অবাক লাগে যে, তৃণমূল মনে করে শুধু তারাই রাজা আর কেউ রাজা হতে পারবে না । এটা কী ধরনের গণতন্ত্র ? কোন গণতন্ত্রের কথা এরা মুখে বলে ? এই যে ইন্ডিয়া নামের একটা জোকারদের জোট করেছে, এখানে গিয়ে এই কথাগুলো বলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় ? 29 তারিখের সভা হবে । রাজ্য ডিভিশন বেঞ্চে যাচ্ছে, বিজেপিও যাবে ৷ আবার আদালতে কানমোলা খাবে ।"