কলকাতা, 23 নভেম্বর:রাজ্যের শাসকদলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে টানাটানি চলছে বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর কটাক্ষ, অভিষেক দলকে হাইজ্যাক করেছেন ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায় তা ফিরে পাওয়ার চেষ্টা করছেন ৷
উল্লেখ্য, আজকের সাংগঠনিক বৈঠকের মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেও নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় । শারীরিক অসুস্থতার কথা বলে তিনি ভার্চুয়ালি নেতাজি ইনডোরের দলীয় অনুষ্ঠানে যোগ দিলেও সেখানে কিছুই বলেননি তিনি ৷ এই বিষয়ে প্রশ্ন করা হলে, সুকান্ত মজুমদার বিদ্রুপের সুরে বলেন যে, "এখন দুজনের মধ্যে একটু টানাটানি চলছে । নতুনরা সামলাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সৈনিকরা সামলাবে । এই নিয়ে দলের এবং পরিবারের মধ্যে একটি টানাটানি চলছে । মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন দলটাকে ফিরে পাওয়ার কিন্তু ভাইপো তো দলটাকে 'হাইজ্যাক' করে নিয়েছে । এখন দলটা দুই ভাগে আড়াআড়ি ভাবে ভাগ হয়েছে । আগামীদিনে কে প্রার্থী হবেন সেটা আইপ্যাক ঠিক করে দেবে । এখানে আবার বৈঠক কীসের । ওই দলে তো একটাই পোস্ট আর ভাইপো হাফ পোস্ট । বাকি সব তো ল্যাম্প পোস্ট ।"
এ দিকে, 2020 সালের 8 অক্টোবর বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে নবান্ন অভিযান কর্মসূচিতে যে কর্মী-সমর্থকেরা আহত হয়েছিলেন, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে জাতীয় মানবাধিকার কমিশন । আজ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানান যে, এই ঘটনায় যাঁরা মার খেয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছিলেন । কমিশনের পক্ষ থেকে তদন্তের পর জানানো হয়েছে যে, ওইদিন একাধিক কর্মীর উপরে পুলিশ বর্বর নির্যাতন করেছিল । এই নিয়ে রাজ্য সরকার এবং পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন তিনি এবং আহত মহিলাদের এক লক্ষ টাকা এবং পুরুষদের 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন সুকান্ত ৷
এই প্রসঙ্গে তিনি দাবি করেন যে, এই প্রথম রাজ্য বিজেপি রাজ্য সরকার এবং পুলিশকে বাধ্য করল ক্ষতিপূরণ দিতে । আর তার বিরোধিতা করে যদি রাজ্য সরকার আদালতে যায়, তাহলে বিজেপিও আদালতে যাবে । তঁবু তারা ক্ষতিপূরণ নিয়েই ছাড়বে ।
আদানিদের জমি দেওয়া নিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন যে, "মমতা বন্দ্যোপাধ্যায় জমি আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন । আদানিরা 1700 একর জমি চেয়েছে, সেটা রাজ্য সরকার দিতে পারছে না কারণ রাজ্য সরকারের কোনও ল্যান্ড পলিসি নেই । কোন ল্যান্ড ব্যাক নেই। স্বাভাবিকভাবেই শিল্প হচ্ছে না । আগামীদিনেও আসবে না । যদি ক্ষমতা থাকে তাহলে 1700 একর জমি দিন উনি ।"