হাওড়া ও কলকাতা, 29 নভেম্বর: আজ বিজেপির এই সভা ঐতিহাসিক ৷ এই সভা বাংলার রাজনীতিতে নতুন মোড় আনবে ৷ বুধবার সকালে হাওড়া থেকে মিছিল নিয়ে ভিক্টোরিয়া হাউসের পথে যাওয়ার সময় এ কথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এদিন ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতিবাদ সভা করছে বিজেপি ৷ তাতে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের দিন ক্রমশ এগিয়ে আসছে ৷ এই সভা তারই প্রস্তুতি বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ৷
এদিন সকাল থেকেই হাওড়া স্টেশন থেকে বিজেপি কর্মী সমর্থকরা ধর্মতলামুখী ৷ সেই মিছিলের সঙ্গে দেখতে পাওয়া গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ৷ তিনি সাংবাদিকদের বলেন, "এটি বাংলার রাজনীতিতে মোড় ঘোরানোর সভা হতে চলেছে ৷ এই সভা বাংলার রাজনীতিকে নতুন খাদে বয়ে নিয়ে যাবে ৷ যে খাদে গিয়ে বাংলা আগামী দিনে উন্নয়নের ধারায় বইবে ৷ বাংলার মানুষ এই সংবিধান বিরোধী এবং দেশবিরোধী সরকারকে উৎখাত করে ফেলবে ৷"
এদিন বিজেপি সাংসদ আরও বলেন, "বাংলার মানুষ বঞ্চিত ৷ তাঁরা তাদের বঞ্চনার কথা নিজের মুখে অমিত শাহকে বলতে চান ৷ তাই তাঁরা আজ ধর্মতলামুখী ৷ প্রচুর মানুষ ইতিমধ্যে তাঁদের অভিযোগের কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানোর জন্য ড্রপবক্সে অভিযোগ জমা করেছেন ৷ কিছু লোক ধর্মতলায় উপস্থিত হয়ে তাঁদের অভিযোগ জমা করবেন ৷ আমরা সেই অভিযোগ সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানোর ব্যবস্থা করব ৷"
এদিন সুকান্ত মজুমদার স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, অমিত শাহের এই সভা থেকেই কার্যত বাংলায় লোকসভা ভোটের শঙ্খনাদ হয়ে যাবে ৷ তিনি বলেন, "আজ এই সভা থেকেই লোকসভা ভোটের শঙ্খনাদ হবে ৷ তিনি আমাদের যে লক্ষ্য দিয়েছেন সেই লক্ষ্য নিয়েই আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝাঁপিয়ে পড়ব ৷ আর আশা করছি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারব ৷" বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা আত্মবিশ্বাসী, 29 নভেম্বর বিজেপির এই প্রতিবাদ সভা থেকেই তৃণমূল কংগ্রেসের বিদায় সুনিশ্চিত হতে চলেছে ৷
আরও পড়ুন:
- 'শাহী' সভামুখী গেরুয়া শিবির, অবরুদ্ধ রাস্তা চিহ্নিত করল লালবাজার
- অমিত শাহের সভার নিরাপত্তায় প্রস্তুত লালবাজার
- 'আগামী শীতের আগেই পিসি-ভাইপোর খেলা খতম হয়ে যাবে', হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর