কলকাতা, 22 নভেম্বর: সোমবার দিল্লি যাওয়ার আগে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, আগামী বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) -এর সঙ্গে বৈঠকে তিনি বিএসএফ (BSF) প্রসঙ্গ তুলবেন ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএসএফ নিয়ে কথা বলব ৷ বিশেষ করে এই ইস্যুটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি৷ গায়ের জোরে এলাকা দখল করতে দেব না ৷ বিএসএফ মানে কি বিজেপি সেফ ?" এই প্রসঙ্গ তুলেই এদিন মমতা বন্দ্য়োপাধ্যায়কে পাল্টা বিঁধলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷
সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী ও তাঁর দল বিএসএফকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন ৷ বিএসএফের বিরুদ্ধে লড়ছেন মমতা ৷ তা না করে উনি বরং অনুপ্রবেশকারী, জেএমবি জঙ্গি, পাচারকারীদের বিরুদ্ধে লড়ুন ৷ উনি সার্জিকাল স্ট্রাইক নিয়েও প্রশ্ন তুলেছিলেন৷ " বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কটাক্ষ, "আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও রাজনীতি করছে তৃণমূল ৷ তৃণমূল কী চাইছে ? ওরা কী বিনা যুদ্ধে বিদেশী শক্তির ভারত দখলের পক্ষে ৷" রাজ্য বিজেপি নেতৃত্বের অভিযোগ, ভোট রাজনীতির জন্য বিএসএফ'কে কালিমালিপ্ত, অপমান করছে তৃণমূল কংগ্রেস ৷