কলকাতা, 23 জানুয়ারি: "নেতাজিকে নিয়ে এতদিন ভুল বোঝানো হয়েছে ৷ তিনি জাতীয়তাবাদী ছিলেন ৷ তাঁর কাছে দেশ ছিল আগে ৷ বিজেপি'ও কান্ট্রি ফার্স্ট নীতিতে বিশ্বাসী ৷ বাকিরা পরিবারবাদে বিশ্বাসী ৷ আগে বামপন্থীরা ও এখন নব্য বামপন্থী তৃণমূল নেতাজির চিন্তাধারা নিয়ে ভুল বোঝাচ্ছে ৷" সোমবার নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠান মঞ্চ থেকে এই মন্তব্যই করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷
এদিন নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে উত্তর কলকাতা মহিলা মোর্চার পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা করা হয় । বিকে পাল মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই কর্মসূচির সূচনায় সেখানে যান ৷ এছাড়াও ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা এবং অন্যান্য নেতা নেত্রীরাও । এদিন সুকান্ত মজুমদার বলেন, "নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে বর্তমানে অনেক রাজনীতি হয়েছে । বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । কিন্তু তাঁকে উপযুক্ত সম্মান দেওয়ার কাজটা কেউ করেনি । আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি দিল্লির বুকে স্থাপন করেছেন ৷ এই সম্মান নেতাজীর স্বাধীনতার পরেই প্রাপ্য ছিল ।"