পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar on Netaji: নেতাজি ছিলেন জাতীয়তাবাদী, তাঁকে নিয়ে ভুল বোঝানো হয়েছে; দাবি সুকান্তর - Sukanta Majumdar

নেতাজিকে নিয়ে এতদিন ভুল মূল্যায়ন করা হয়েছে ৷ সোমবার এই দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar on Netaji Birth anniversary) ৷

ETV Bharat
সুকান্ত মজুমদার

By

Published : Jan 23, 2023, 9:25 PM IST

নেতাজি ছিলেন জাতীয়তাবাদী

কলকাতা, 23 জানুয়ারি: "নেতাজিকে নিয়ে এতদিন ভুল বোঝানো হয়েছে ৷ তিনি জাতীয়তাবাদী ছিলেন ৷ তাঁর কাছে দেশ ছিল আগে ৷ বিজেপি'ও কান্ট্রি ফার্স্ট নীতিতে বিশ্বাসী ৷ বাকিরা পরিবারবাদে বিশ্বাসী ৷ আগে বামপন্থীরা ও এখন নব্য বামপন্থী তৃণমূল নেতাজির চিন্তাধারা নিয়ে ভুল বোঝাচ্ছে ৷" সোমবার নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠান মঞ্চ থেকে এই মন্তব্যই করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷

এদিন নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে উত্তর কলকাতা মহিলা মোর্চার পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা করা হয় । বিকে পাল মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই কর্মসূচির সূচনায় সেখানে যান ৷ এছাড়াও ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা এবং অন্যান্য নেতা নেত্রীরাও । এদিন সুকান্ত মজুমদার বলেন, "নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে বর্তমানে অনেক রাজনীতি হয়েছে । বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । কিন্তু তাঁকে উপযুক্ত সম্মান দেওয়ার কাজটা কেউ করেনি । আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি দিল্লির বুকে স্থাপন করেছেন ৷ এই সম্মান নেতাজীর স্বাধীনতার পরেই প্রাপ্য ছিল ।"

আরও পড়ুন: সমালোচনা মানেই বিরোধিতা নয়, নেতাজি জন্মজয়ন্তীর মঞ্চ থেকে বললেন মমতা

ভবিষ্যৎ প্রজন্মের কাছে নেতাজির (Netaji Subhas Chandra Bose) গুরুত্ব প্রসঙ্গে বলতে গিয়ে এদিন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar speaks on Netaji) জানান, নেতাজির আদর্শের সঙ্গে ভারতীয় জনতা পার্টির চিন্তাভাবনার কোনও মিল নেই বলে যে প্রচার করা হয় তা ভুল । নেতাজিকে ভালো করে পড়া ও জানা দরকার ৷ তাঁর চিন্তা-ভাবনা সকলকে বুঝতে হবে ৷ পাশাপাশি রাহুল সিনহা বলেন, "নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রকৃত মূল্যায়ন করতে শুরু করেছে । তাঁকে প্রকৃত সম্মান দিতে শুরু করেছে । আগে কখনও নেতাজিকে এইভাবে সম্মান দেওয়া হয়নি ৷ আজকে ওরা বেকায়দায় পড়ে নেতাজি নেতাজি করে চিৎকার করছে । কিন্তু তৃণমূলের কাছে নেতাজি হোক বা রবীন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দ সবার উপরে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ৷"

ABOUT THE AUTHOR

...view details