কলকাতা, 31 মার্চ:রামনবমীর দিন হাওড়ার ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ রামনবমীর শোভাযাত্রায় হামলার পর পুলিশ কেন পদক্ষেপ করল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ এমনকী পুলিশের বিরুদ্ধে পালিয়ে যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন সুকান্ত ৷ আর এই সবের জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন সুকান্ত ৷ পাশাপাশি, পঞ্চায়েত ভোট নিয়ে তৃণমূলের বুথ কমিটির বৈঠকের পর গুলি চালানোর ঘটনার নিন্দা করেন তিনি ৷ অভিযোগ করলেন, তৃণমূলের হয়ে পঞ্চায়েত ভোটে দাঁড়ানো মানেই রোজগারের পথ খুলে যাওয়া ৷ তাই এই খুনোখুনি হচ্ছে বলে মনে করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷
গতকাল চোপড়ায় বুথ কমিটির বৈঠকের পর 2 তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয়েছে ৷ পঞ্চায়েত টিকিট পাওয়া নিয়ে একই ঘটনা মালদা ও মুর্শিদাবাদেও ঘটতে দেখা গিয়েছে ৷ এই সব নিয়েই এবার শাসকদলকে একহাত নিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ পাশাপাশি, বিরোধী দলনেতার সঙ্গে একসুরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোটের দাবি তুললেন সুকান্ত ৷
এদিন সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের রাজনীতি রোজগারের জায়গায় পরিণত হয়েছে ৷ তৃণমূলের হয়ে পঞ্চায়েতের টিকিট পাওয়া মানে ভোট লুট করে জয় ৷ আর জিতে যাওয়ার পরে কেন্দ্রের পাঠানো টাকা লুট করা ৷ আর এই সবের জন্যই ভোটের টিকিট পেতে তৃণমূলের মধ্যে খুনোখুনি হচ্ছে বলে অভিযোগ সুকান্ত মজুমদারের ৷ আর এ প্রসঙ্গেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি তুলেছেন সুকান্ত মজুমদার ৷ তাঁর কথায়, এই খুনের রাজনীতি বন্ধ করতেই বিজেপি বরাবরই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে জোর দিচ্ছে ৷