কলকাতা, 8 জুলাই: রাজ্যে চলছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ ভোট চলাকালীন রাজ্যে ইতিমধ্যেই 10 জনের বেশি প্রাণ হারিয়েছেন ৷ মৃতদের মধ্যে শাসক-বিরোধী সবপক্ষের কর্মী-সমর্থক রয়েছেন ৷ এমনকি প্রার্থী খুনের ঘটনাও ঘটেছে ৷ ভোটের দিন রাজ্যজুড়ে এত মৃত্যু নিয়ে ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এবার এই মৃত্যু মিছিল নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তোপ দাগলেন সুকান্ত মজুমদার ৷
শনিবার দুপুরে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে এক একটি চুইট করেন রাজ্য বিজেপি সভাপতি ৷ সেই ছবির উপর লেখা, "7 ঘণ্টায় মৃত্যু 15 জনের ৷" টুইটে সুকান্ত ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, "বুথে সিসিটিভি নেই, কেন্দ্রীয় বাহিনী আনার বিরোধিতা করা হয়েছিল ও বাহিনীকে ভুলভাবে ব্যবহার করা হয়েছে ৷ বুথের দায়িত্ব দেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়রদের ৷ বোমা-বন্দুক নিয়ে তাণ্ডব চালাতে দুষ্কৃতীদের ছেড়ে দেওয়া হয়েছে ৷ তৃণমূলের দুষ্কৃতীরা ভোটারদের বলে দিচ্ছে কোতায় ভোট দিতে হবে ৷ পুকুরে ভাসছে ব্যালট পেপার ৷"