পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: '7 ঘণ্টায় 15 জনের মৃত্যু', মমতার ছবি দিয়ে ভোট প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ সুকান্তর - panchayat voting process

রক্ত, বোমা-গুলি, খুন-ব্যলট লুঠ, ছাপ্পার মধ্যেই রাজ্যের জেলায় জেলায় চলছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ এই ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Jul 8, 2023, 4:34 PM IST

Updated : Jul 8, 2023, 4:55 PM IST

কলকাতা, 8 জুলাই: রাজ্যে চলছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ ভোট চলাকালীন রাজ্যে ইতিমধ্যেই 10 জনের বেশি প্রাণ হারিয়েছেন ৷ মৃতদের মধ্যে শাসক-বিরোধী সবপক্ষের কর্মী-সমর্থক রয়েছেন ৷ এমনকি প্রার্থী খুনের ঘটনাও ঘটেছে ৷ ভোটের দিন রাজ্যজুড়ে এত মৃত্যু নিয়ে ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এবার এই মৃত্যু মিছিল নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তোপ দাগলেন সুকান্ত মজুমদার ৷

শনিবার দুপুরে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে এক একটি চুইট করেন রাজ্য বিজেপি সভাপতি ৷ সেই ছবির উপর লেখা, "7 ঘণ্টায় মৃত্যু 15 জনের ৷" টুইটে সুকান্ত ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, "বুথে সিসিটিভি নেই, কেন্দ্রীয় বাহিনী আনার বিরোধিতা করা হয়েছিল ও বাহিনীকে ভুলভাবে ব্যবহার করা হয়েছে ৷ বুথের দায়িত্ব দেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়রদের ৷ বোমা-বন্দুক নিয়ে তাণ্ডব চালাতে দুষ্কৃতীদের ছেড়ে দেওয়া হয়েছে ৷ তৃণমূলের দুষ্কৃতীরা ভোটারদের বলে দিচ্ছে কোতায় ভোট দিতে হবে ৷ পুকুরে ভাসছে ব্যালট পেপার ৷"

এদিন পরপর 2টি টুইট করেন সুকান্ত মজুমদার ৷ দ্বিতীয় টুইটেও এদিনের ভোট প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দেন সুকান্ত মজুমদার ৷ সেখানে তিনি লেখেন,"আজ ভোটের সময় যা হচ্ছে তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কোনও চিন্তা নেই ৷ ভয় পালাচ্ছেন প্রিসাইডিং অফিসাররা ৷ এখনও পর্যন্ত 15 জনের প্রাণ চলে গিয়েছে ৷ ছাপ্পা ভোটিং চলছে ৷ এইসবই চলছে আজ বাংলায় ৷ এই ঘটনা রাজ্যকে লজ্জিত করছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাদের পরামর্শেই এইসব ঘটছে ৷"

আরও পড়ুন: আর কত রক্ত পেলে শান্তি পাবেন, ফোনে রাজীবাকে প্রশ্ন শুভেন্দুর

এদিনের ভোট প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি ভোট প্রক্রিয়া শেষে কমিশনে যাওয়ার কথা বলেছেন ৷ এমনকি 'কালীঘাট চলো'রও ডাক দিয়েছেন শুভেন্দু ৷

Last Updated : Jul 8, 2023, 4:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details