পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar on Third Front: 'মমতা কি বুদ্ধবাবু, বিমানবাবুদের হাত ধরে গাইতে পারবেন ?' তৃতীয় ফ্রন্ট নিয়ে খোঁচা সুকান্তর - অখিলেশ যাদব

তৃতীয় ফ্রন্ট আসলে সোনার পাথরবাটি ! এমনটাই মনে করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar on Third Front) ৷ কেন এমন মন্তব্য করলেন তিনি ?

Sukanta Majumdar questions Mamata Banerjee on Third Front
ফাইল ছবি

By

Published : Mar 18, 2023, 6:56 PM IST

সুকান্তর খোঁচা

কলকাতা, 18 মার্চ: "বুদ্ধবাবু, বিমানবাবুদের হাত ধরে মমতা বন্দ্য়োপাধ্য়ায় 'আয় তবে সহচরী' গাইতে পারবেন তো ? যদি পারেন, তাহলে থার্ড ফ্রন্ট হবে ৷ তবে, আমার মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেটা পারবেন না !" চব্বিশের লোকসভা নির্বাচনের আগে জাতীয়স্তরে 'থার্ড ফ্রন্ট' বা 'তৃতীয় ফ্রন্ট' তৈরির প্রশ্নে এভাবেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar on Third Front) ৷

শনিবার বিজেপির ওবিসি মোর্চার পক্ষ থেকে 'গ্রাম গ্রাম চলো, ঘর ঘর চলো' কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয় ৷ এদিন এই কর্মসূচির উদ্বোধন করেন সুকান্ত ৷ সেই মঞ্চ থেকেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ এদিকে, দলীয় কর্মসূচিতে যোগ দিতে শুক্রবার শহরে পৌঁছেছেন সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ ওই দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ ফলে ফের একবার জাতীয় রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷

এ নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত বলেন, 'থার্ড ফ্রন্ট' শব্দবন্ধটি আদতে সংবাদমাধ্যমের তৈরি করা ৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায় দীর্ঘদিন ধরেই অকংগ্রেসি ও অবিজেপি জোট গঠনের কথা বলছেন ! এই সম্ভাব্য জোটকে 'সোনার পাথরবাটি' বলে কটাক্ষ করেন সুকান্ত ৷ তিনি বলেন, শুধুমাত্র অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে তো জোট গড়া সম্ভব নয় ৷ তার জন্য বামফ্রন্টের সঙ্গেও মমতাকে হাত মেলাতে হবে ৷ কিন্তু, মমতা কি আদৌ সেটা করতে পারবেন ! এ নিয়ে ঘোরতর সংশয় প্রকাশ করেন সুকান্ত ৷

এই সময় উনিশের জোট প্রসঙ্গে সুকান্তকে প্রশ্ন করা হলে আবারও কটাক্ষের সুর শোনা যায় তাঁর গলায় ৷ তিনি বলেন, উনিশের লোকসভা নির্বাচনে যাঁরা তৃতীয় ফ্রন্টে সামিল হয়েছিলেন, তাঁরা প্রায় সকলেই প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন ! কিন্তু, ভারতের প্রধানমন্ত্রীর পদটি ইতিমধ্যেই পূরণ হয়ে গিয়েছে ৷ সেই পদে জনতা নরেন্দ্র মোদিকেই দেখতে চান ৷ বাকিরা এখন দু'নম্বর, তিন নম্বর আসন নিয়ে লড়াই করছেন ৷ তা নিয়ে বিজেপি খুব একটা চিন্তিত নয় ৷

আরও পড়ুন:বিজেপিকে হঠানোই লক্ষ্য ! মমতার সঙ্গে বৈঠকের আগে বার্তা অখিলেশের

এখানে বিজেপি রাজ্য সভাপতির বার্তা স্পষ্ট বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ অখিলেশ যাদব কলকাতায় পা দিয়েই বিজেপিকে উৎখাত করার ডাক দিয়েছিলেন ৷ গেরুয়া শিবিরের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন ৷ কিন্তু, বিজেপি যে তাঁকে বা তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বৈঠককে এতটুকুও পাত্তা দিতে রাজি নয়, এদিন সেটাই বুঝিয়ে দিলেন সুকান্ত ৷ বুঝিয়ে দিলেন, অকংগ্রেসি এবং অবিজেপি তৃতীয় ফ্রন্ট নিয়েও তাঁদের খুব একটা ভাবনা নেই ৷

ABOUT THE AUTHOR

...view details