কলকাতা, 18 মার্চ: "বুদ্ধবাবু, বিমানবাবুদের হাত ধরে মমতা বন্দ্য়োপাধ্য়ায় 'আয় তবে সহচরী' গাইতে পারবেন তো ? যদি পারেন, তাহলে থার্ড ফ্রন্ট হবে ৷ তবে, আমার মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেটা পারবেন না !" চব্বিশের লোকসভা নির্বাচনের আগে জাতীয়স্তরে 'থার্ড ফ্রন্ট' বা 'তৃতীয় ফ্রন্ট' তৈরির প্রশ্নে এভাবেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar on Third Front) ৷
শনিবার বিজেপির ওবিসি মোর্চার পক্ষ থেকে 'গ্রাম গ্রাম চলো, ঘর ঘর চলো' কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয় ৷ এদিন এই কর্মসূচির উদ্বোধন করেন সুকান্ত ৷ সেই মঞ্চ থেকেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ এদিকে, দলীয় কর্মসূচিতে যোগ দিতে শুক্রবার শহরে পৌঁছেছেন সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ ওই দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ ফলে ফের একবার জাতীয় রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷
এ নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত বলেন, 'থার্ড ফ্রন্ট' শব্দবন্ধটি আদতে সংবাদমাধ্যমের তৈরি করা ৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায় দীর্ঘদিন ধরেই অকংগ্রেসি ও অবিজেপি জোট গঠনের কথা বলছেন ! এই সম্ভাব্য জোটকে 'সোনার পাথরবাটি' বলে কটাক্ষ করেন সুকান্ত ৷ তিনি বলেন, শুধুমাত্র অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে তো জোট গড়া সম্ভব নয় ৷ তার জন্য বামফ্রন্টের সঙ্গেও মমতাকে হাত মেলাতে হবে ৷ কিন্তু, মমতা কি আদৌ সেটা করতে পারবেন ! এ নিয়ে ঘোরতর সংশয় প্রকাশ করেন সুকান্ত ৷