পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar meets Governor: আইনের শাসন ফেরানোর দাবিতে রাজ্যপালের দরজায় সুকান্ত, শাহকে চিঠি - রাজ্যপাল সি ভি আনন্দ বোস

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ রাজ্য়ে আইনের শাসন ফেরানোর দাবিতে দিলেন স্মারকলিপি ৷ একই দাবিতে চিঠি পাঠালেন অমিত শাহকে ৷

Sukanta Majumdar meets Governor C V Ananda Bose and demands Center Interventions to restore Law and Order in the state
রাজ ভবনে বিজেপির প্রতিনিধিদল

By

Published : Apr 4, 2023, 8:11 PM IST

কলকাতা, 4 এপ্রিল:রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য়ের একের পর এক এলাকা ! এর থেকেই প্রমাণিত, বাংলায় আইন-শৃঙ্খলার কতটা অবনতি হয়েছে ! তাই পরিস্তিতি সামাল দিতে অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ দরকার ! মঙ্গলবার মূলত এই দাবি সামনে রেখেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ রাজ ভবনের এই বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন দলীয় সহকর্মীরা ৷ তাঁরা রাজ্যপালের হাতে একটি দাবিপত্র তুলে দেন ৷ রাজ্যপাল তা গ্রহণ করে এবং যথাযথ পদক্ষেপের আশ্বাস দেন ৷ পাশাপাশি, একই ইস্যুতে এবং একই দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চিঠি পাঠিয়েছেন সুকান্ত ৷

রামনবমীর শোভাযাত্রা কেন্দ্র তৈরি হওয়া অশান্তি নিয়ে এদিন ফের একবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি ৷ বলেন, "এগুলি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় ৷ কারণ, এর আগেও কলেজ স্ট্রিটের জাগরণ সভায় হামলা চালানো হয়েছিল ৷ রাজ্যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে ৷ সবই পূর্ব পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে ৷ বোমা, পাথর আগে থেকেই মজুত করে রাখা হয়েছিল ৷"

এছাড়াও, রাজ্য়ে সাম্প্রতিক দু'টি ঘটনায় এক নাবালিকার যৌন নিগ্রহ এবং অন্যজনের যৌন নিগ্রহ ও খুন হয়েছে ৷ তা নিয়েও এদিন রাজ্যপালের কাছে উদ্বেগ প্রকাশ করেন সুকান্ত ৷ তাঁর অভিযোগ, রাজ্যে বিস্ফোরক উদ্ধার হচ্ছে ৷ অথচ, পুলিশ আগে থেকে কিছু জানতে পারছে না ! এমনটা আদৌ সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বালুরঘাটের সাংসদ ৷ তাঁর অভিযোগ, আইনের শাসন কায়েম করতে রাজ্যের পুলিশ ও প্রশাসন কোনও উদ্যোগ নিচ্ছে না ৷ তাই বিজেপির পক্ষ থেকে কেন্দ্রের হস্তক্ষেপ চাওয়া হয়েছে ৷ রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই আবেদন করা হয়েছে ৷ সুকান্তর হুঁশিয়ারি, মঙ্গলবারও যদি রিষড়ায় সোমবার রাতের ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তাহলে তাঁরা এবার কলকাতাতেই অবস্থান বিক্ষোভে বসবেন ৷

আরও পড়ুন:রাজ্যের অশান্তি নিয়ে কেন্দ্রকে রিপোর্ট পাঠাচ্ছেন বোস, নবান্ন থেকে তথ্য তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

সুকান্ত মজুমদার আরও জানিয়েছেন, এদিন রাজ্যপাল তাঁদের আশ্বস্ত করেছেন ৷ তিনি বলেছেন, রাজ্যে কোনও গুন্ডাগিরি চলতে দেবেন না ৷ পাশাপাশি, সুকান্ত সংখ্যালঘু সম্প্রদায়-সহ সমস্ত রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন ৷ তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের জীবন ছাড়া আর কারও জীবনের মূল্য দেন না ! তাই রাজ্যবাসীকেই সতর্ক থাকতে হবে !

ABOUT THE AUTHOR

...view details