কলকাতা, 26 জানুয়ারি:অন্যান্য দিন থাকে রাজনৈতিক ব্যস্ততা ৷ তবে আজকের দিনটা পরিবারের সঙ্গে বাগদেবীর আরাধনায় মাতলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Daughter Hate Khori)৷ নিজে হাতে পুজো সেরে হাতে খড়ি দিলেন তাঁর ছোট কন্যার (Saraswati Puja 2023)৷ এ ছাড়াও বঞ্চিত চাকরিপ্রার্থীদের জন্য তিনি সরস্বতীর কাছে প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন সুকান্ত (Sukanta Majumdar News)৷
বছরের বাকি দিনগুলো চূড়ান্ত কর্মব্যস্ততা এবং বিভিন্ন রাজনৈতিক কাজকর্মের মধ্যে কাটলেও আজ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদারকে পাওয়া গেল কিছুটা অন্য মেজাজে । আজ ছিল তাঁর ছোট মেয়ের হাতেখড়ি । বছর দুয়েকের একরত্তি কন্যা বাসন্তী রঙের শাড়ি পরে তৈরি হয়ে ছিল (Hate Khori on Saraswati Puja)৷ সকাল থেকেই মেয়েকে ঘিরে বাড়িতে চলেছে পুজো প্রস্তুতি । ছোট্ট মেয়ে মায়ের সঙ্গে সঙ্গে ঘুরে দেখে পুজোর খুঁটিনাটি ।
গতকাল পর্যন্ত ছিল ঠাসা দলীয় কর্মসূচি ৷ সে সব মিটিয়ে গতকাল রাতেই বালুরঘাটে নিজের বাড়িতে ফেরেন সুকান্ত মজুমদার । আজ আবার নিজের এলাকায় বেশ কয়েকটি স্কুলে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ রয়েছে তাঁর । তারই ফাঁকে সকাল সকল মেয়ের হাতেখড়ি দেওয়ার পালা শেষ হল ।এ বছরও তিনি নিজেই নিজের বাড়ির পুজোর পৌরহিত্য করেন । মেয়েকে নিজেই হাতেখড়ি দিলেন সুকান্ত । স্লেটের উপর চক দিয়ে বাবার হাত ধরে ছোট কন্যে লিখল 'A', 'অ' । আজ থেকে শুরু হয়ে গেল তার পড়াশোনা ।
এ দিন সুকান্ত বলেন, "আমি বরাবরই নিজের বাড়ির পুজো নিজেই করে থাকি ৷ আজ মায়ের কাছে বললাম, বিদ্যা দিন বুদ্ধি দিন এবং যাঁদের দুর্বুদ্ধি রয়েছে মা তাঁদেরকেও আশীর্বাদ করুন ৷ সেইসব যোগ্য ছাত্রছাত্রীদের আশীর্বাদ করুন যাঁরা পরীক্ষা দিয়ে পাশ করে যোগ্য হওয়া সত্ত্বেও রাস্তার ধারে পড়ে রয়েছেন দিনের পর দিন । আজ তাঁরা সরস্বতী পুজো করতে পারছেন না ৷ তাঁদের আজ শিক্ষক-শিক্ষিকা হওয়ার কথা ছিল ৷ কিন্তু তাঁরা সেটা পারছেন না ৷ মা তাঁদের যোগ্য জায়গা পাইয়ে দিন ।"